খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

ইংল্যান্ডের কাছে পাত্তা পেল না ভারত

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের সামনে লক্ষ্যটা বেশ বড়ই দিয়েছিল ভারত। ৩৩৭ রানের। তবে ওই লক্ষ্যই সহজ বানিয়ে ফেলল ইংল্যান্ড। সেঞ্চুরি করেন জনি বেয়ারস্টো, ৯৯তে আউট হন বেন স্টোকস, দুর্দান্ত উদ্বোধনী জুটি রান আউটে ভাঙার আগে জেসন রয়ের ব্যাট থেকে আসে ৫৫ রান। তাতে দ্বিতীয় ওয়ানডেতে ৩৯ বল হাতে রেখে ৬ উইকেটের বড় জয় পেয়েছে ইংল্যান্ড।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে বড় লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ডকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার জনি বেয়ারস্টো ও জেসন রয়। ১৬তম ওভারের তৃতীয় বলে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে ফেরত যান জেসন রয়। ভেঙে যায় ১১০ রানের উদ্বোধনী জুটি। ৭ চার ও ১ ছক্কায় ৫২ বলে ৫৫ রান করে আউট হন রয়।

এরপর বেয়ারস্টো জুটি বাধেন বেন স্টোকসের সঙ্গে। শুরুতে কিছুটা ধীরগতি ছিল স্টোকসের ব্যাটিংয়ে। তবে যতই সময় গড়িয়েছে ততই বিধ্বংসী হয়েছেন তিনি। কুলদিপ ইয়াদবকে ৩৩তম ওভারে হাঁকিয়েছেন টানা তিন ছক্কা। যদিও আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্টোকসকে।

ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতক থেকে এক রান দূরে থেকে সাজঘরে ফেরত যেতে হয় তাকে। ভুবেনেশ্বর কুমারের শর্ট বলে পুল করতে চেয়েছিলেন স্টোকস। কিন্তু ব্যাট ছুঁয়ে সেটা চলে যায় ঋষভ পান্তের গ্লাভসে। ৪ চার ও ১০ ছক্কায় ৫২ বলের ইনিংসটি থামে ৯৯ রানে।

শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকা বেয়ারস্টো অবশ্য ঠিকই সেঞ্চুরি পেয়েছেন। ১১ চার ও ৭ ছক্কায় ১১২ বলে ১২৪ রান করেন তিনি। বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে তিনি সাজঘরে ফেরেন প্রষিধ কৃষ্ণার হাতে ক্যাচ দিয়ে। এরপর শূন্য রানে জস বাটলারও আউট হয়ে যান।

তবে সেটা দলের জয়ের জন্য কোনো বাধা সৃষ্টি করেনি। ডেভিড মালান ২৩ বলে ১৬ ও লিয়াম লিভিংস্টোন ২১ বলে ২৭ রান করে দলের জয় নিশ্চিত করেন। ভারতের পক্ষে ১০ ওভারে ৫৮ রান দিয়ে দুই উইকেট পান পেসার প্রষিধ কৃষ্ণা।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। শুরুতে ব্যাটিংয়ে নেমে দ্রুতই দুই উদ্বোধনী ব্যাটসম্যানের উইকেট হারায় স্বাগতিকরা। ১৭ বলে ৪ রান করে রেস টপলের বলে সাজঘরে ফেরত যান শিখর ধাওয়ান।

৫ চারে ২৫ বলে ২৫ রান করে আউট হন রোহিত শর্মাও। এরপর লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি। দুজন মিলে গড়েন ১২১ রানের জুটি। কোহলি অবশ্য নিজের সেঞ্চুরি খরা কাটাতে পারেননি এই ম্যাচেও। ৩ চার ও ১ ছক্কায় ৭৯ বলে ৬৬ রান করে আউট হয়ে যান তিনি।

তবে ঠিকই সেঞ্চুরি তুলে নেন রাহুল। তার ৭ চার ও ২ ছক্কায় ১১৪ বলের ইনিংসটি থামে ১০৮ রানে। তবে ভারতের ইনিংসটি বিশাল হওয়ার বড় কৃতিত্বটা পাবেন ঋষভ পান্ত। ৩ চার ও ৭ ছক্কায় ৪০ বলে ৭৭ রান করেন তিনি।

শেষদিকে ঝড় তুলেন হার্দিক পান্ডিয়াও। ১ চার ও ৪ ছক্কায় ১৬ বলে ৪৫ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রানে থামে ভারত। ৮ ওভারে ৫০ রান দিয়ে দুই উইকেট পান রেসে টপলে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!