খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

ইংল্যান্ডকে উড়িয়ে আরও এগিয়ে গেল উইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের। তবে টি-টোয়েন্টিতে দুই দলেরই আধিপত্য বিদ্যমান। তবে খানিকটা এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। যার প্রমাণ গত রাতে গ্রেনাডায় সেটিই ইংলিশদের আরেকবার মনে করিয়ে দিল ক্যারিবীয়রা। ব্যাটিংয়ে দ্রুত উইকেট হারিয়ে একসময় চাপে পড়ে গেলেও ব্র্যান্ডন কিং ও রোভমান পাওয়েলে ভর করে ১৭৬ রান তোলা ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০ রানে।

এই জয়ে বার্বাডোজের পর গ্রেনাডায় জিতে ৫ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানেও এগিয়ে গেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচটিতে নিজেদের ইনিংসের প্রায় অর্ধেকসংখ্যক বল ডট দিয়েছে ক্যারিবীয়রা, কিন্তু ১৩টি ছক্কায় ঠিকই তুলেছে লড়াই করার মতো স্কোর। কাইল মেয়ার্সের সঙ্গে ব্র্যান্ডন কিংয়ের উদ্বোধনী জুটি ভাঙে পাওয়ারপ্লের শেষ ওভারে, এরপর আর ১৩ রান তুলতেই আরও ৩ উইকেট হারায় স্বাগতিকরা।

ইংলিশ দুই বোলার আদিল রশিদ ও রেহান আহমেদ—‘গুরু’ও ‘শিষ্যের’ যুগল আক্রমণে ওয়েস্ট ইন্ডিজ চাপে পড়ে বেশ। তবে তাদের ব্যাটিং লাইনআপ এত লম্বা, তাদের এত পাওয়ার হিটার—ইংল্যান্ডও হয়তো জানত, সামনে আবার আসতে পারে ঝড়। শেষ পর্যন্ত হয়েছে সেটিই। ১৩ থেকে ১৭ ওভারের মধ্যে উঠেছে ৮০ রান। এর মধ্যে রশিদের ৩ রানের ওভার যেমন আছে, তেমনি আছে স্যাম কারেনের ক্যারিয়ারের সবচেয়ে খরুচে ৩০ রানের ওভারও।

পাওয়েল মাত্র ২৮ বলেই তুলে নেন অর্ধশতক, ইনিংস উদ্বোধনে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকা কিং করেন ৫২ বলে ৮২ রান। ইনিংসের শেষ ২ বলে ২ উইকেট নেন টিমাল মিলস, কিন্তু ইংল্যান্ড স্বস্তিতে ছিল না তবু। পাওয়েল-কিংয়ের মাঝের আক্রমণ যে বড় একটা ক্ষতই সৃষ্টি করে।

১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ডের শুরুটা হয়েছিল উড়ন্ত। ৬ ওভারেই তারা তুলেছিল ৭৭ রান। এবার তাদের সেটি করতে না দেয়ার পরিকল্পনা ছিল ক্যারিবীয়দের। কারণ, ‘ততটা নিষ্প্রাণ নয়’ ধরনের উইকেটে মাঝের ওভারে কাজে আসবে স্পিন। হয়েছেও সেটি।

পাওয়ারপ্লের শেষ ওভারে ১৪ রান তুললেও প্রথম ৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ১ উইকেটে ৫১ রান, যে উইকেট আবার জস বাটলারের। গুড়াকেশ মোতি ও আকিল হোসেইন—ওয়েস্ট ইন্ডিজের দুই স্পিনার ৮ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন রশিদ, কিন্তু ক্যারিবীয় স্পিনারদের পারফরম্যান্সের কাছে ম্লান হয়ে গেছেন তিনিও।

১৫তম ওভারে ১০৮ রানে ৫ উইকেট হারালেও চারে নেমে অর্ধশতক করা কারেন আর ইংল্যান্ডের লম্বা ব্যাটিং লাইনআপ আশাই জুগিয়েছিল তাদের। কিন্তু ১৮তম ওভারে ৩২ বলে ৫০ রান করা কারেন, আর ১৯তম ওভারের পঞ্চম বলে ৫ বলে ২ রান করা ক্রিস ওকসের উইকেট মূলত ইংল্যান্ডের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেয়। শেষ ওভারে মঈন আলী ও রেহান মিলে তোলেন ১৭ রান, এরপরও ইংল্যান্ড থামে জয়ের ১১ রান আগেই।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!