সমীকরণটা আর্সেনালের জন্য যতোটা জটিল ছিল, ম্যানচেস্টার সিটির জন্য ততটাই সরল। ঘরের মাঠ ইতিহাদে জয় কিংবা নিদেনপক্ষে ড্র করলেও সিটির হাতে প্রিমিয়ার লিগের শিরোপা নিষ্পত্তি হয়ে যায়। অন্যদিকে এমিরেটসে আর্সেনালকে নিজেদের জয়ের সঙ্গে অপেক্ষা করতে হতো সিটির হারের।
এভারটনের বিপক্ষে ২-১ গোলের জয়ে আর্সেনাল নিজেদের জেতার কাজটা ঠিকঠাক করলেও সিটিকে হারাতে কিংবা রুখে দিতে পারেনি ওয়েস্ট হাম।
ইতিহাদে জিতেই শিরোপা উৎসব করেছেন পেপ গার্দিওলার শিষ্যরা। ওয়েস্ট হামকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টারের দলটি। সিটিজেনদের এই শিরোপা জয়ের মাহাত্ম্য আছে আরো। প্রিমিয়ার লিগের ১৩৫ বছরের ইতিহাসে আর কোনো দলের টানা চারবার লিগ শিরোপা জেতার রেকর্ড নেই।
প্রথম দল হিসেবে নতুন উচ্চতায় জায়গা করে নিয়েছে গার্দিওলার সিটি।
ম্যাচের দুই মিনিটের মাথায় এগিয়ে যায় সিটি। বের্নার্দো সিলভার অ্যাসিস্টে গোল করেন ফিল ফোডেন। দুইদিন আগে প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া এই ইংলিশ মিডফন্ডার ব্যবধান দ্বিগুণ করেন ১৮ মিনিটে।
এবার ফোডেন গোল করেন জেরেমি ডোকুর পাস থেকে। প্রথমার্ধের শেষ দিকে গোলের ব্যবধান কমায় আর্সেনাল। মোহাম্মদ কুদুসের গোলে ২-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় তারা।
তবে ম্যাচের ৫৯ মিনিটে সিলভার বাড়ানো বলে ডি বক্সের ভেতর শট নিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান আরো বাড়ান রদ্রি। শেষ পর্যন্ত ৩-১ গোলেই জেতে সিটি।
সিটির শিরোপা উচ্ছ্বাসের রাতে লিগ শিরোপা জেতার অপেক্ষা আরো দীর্ঘ হয়েছে আর্সেনালের। এএফপি
খুলনা গেজেট/কেডি