পালিয়ে গিয়ে ভারতে আটক হওয়ায় বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে ফেরত চেয়ে দিল্লিতে অবস্থিত ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশ। গত রোববার পুলিশের এনসিবি শাখা থেকে ভারত এনসিবিকে চিঠি পাঠানো হয়। আজ ফের অতিরিক্ত তথ্য সংযুক্ত করে চিঠি পাঠানো হচ্ছে। পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত রোববার ভারতের দিল্লিতে অবস্থিত এনসিবিকে সে দেশে গ্রেপ্তার রাজধানীর বনানী থানার পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে (সাময়িক বরখাস্ত) ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। মহিউল ইসলাম বলেন, যদিও আমরা এখন পর্যন্ত দিল্লি এনসিবির পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। তবে তারা এ ব্যাপারে নিশ্চয় তথ্য সংগ্রহ করছে। আশা করছি এ ব্যাপারে ইতিবাচক সাড়া মিলবে।
উল্লেখ্য গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের চ্যাংড়াবান্দায় দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক রন সোহেল রানা। আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক সোহেল রানার বিরুদ্ধে গ্রাহকের কোটি কোটি আত্মসাতের অভিযোগ উঠেছে।
খুলনা গেজেট/এএ