খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

আসুন সতর্ক হই

কামরুল ইসলাম

নতুন মহামারীর কবলে আমরা। এই মহামারীতে দেশে গতবছর মারা যায় ২ হাজার ২১৪ জন ; যাদের প্রায় ৯০% তরুণ৷ এ বছর প্রথম চার মাসে মারা গেছে ৮৩০ জন; এরাও প্রায় সবাই তরুণ৷ মহামারীর নাম ” বাইক এক্সিডেন্ট “৷

হ্যা, মোটরসাইকেল দুর্ঘটনা। যে দুর্ঘটনায় ‘স্পট ডেথ’। বেঁচে থাকলেও মারাত্মক ট্রমা নিয়ে পরিবারকে অর্থনৈতিক ভাবে দেউলিয়া করে বেঁচে থাকা।

দেশে এখন বাইকের সংখ্যা ৩৬ লাখ (প্রায়)৷ জীবনের প্রয়োজনে এটি একটি ভালো যানবাহন হতে পারে; কিন্তু অপ্রয়োজনীয় কাজেই বেশী ব্যবহার করে উঠতি বয়সী তরুণরা৷ বাবা মায়েদের কাছে সন্তানের আবদারে পরিণত হয়েছে এটি। বাবা মাকে জিম্মি করেই তারা বাইক আদায় করে।

আপনার সন্তানকে তখনই বাইক কেনার পরামর্শ দিন, যখন সে বাইক এর দায়িত্ব নিতে শিখবে৷ নিজের টাকায় যেদিন কিনতে পারবে, সেদিনই চালানোর অনুমতি দিন৷ বাইকের তেল কেনার মতো আয়ও যার নেই, তারাই বাইক চালিয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়৷

কারণ, বাইকের প্রতি তার মায়া নেই, ঠিক যেমনটা ধারণা নেই তার নিজের জীবনের প্রতি এবং বাবা মায়ের প্রতি। এই মহামারী ভয়ংকর! একদম ‘স্পট ডেথ’! তাই সচেতন হোন৷

(‌ফেসবুক ওয়াল থে‌কে)




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!