খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

আশুলিয়ায় শিশু হত্যায় দুই সহোদরসহ গ্রেপ্তার ৭

গেজেট ডেস্ক

সাভারের আশুলিয়ায় শিশু আসিফ খাঁ (৭) হত্যাকাণ্ডের ঘটনায় দুই ভাইসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে অভিযুক্ত ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরআগে, সকালে নিখোঁজের দুই দিন পর শিমুলিয়া ইউনিয়নের পূর্ব কলতাসুতি এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতে এ ঘটনায় নিহতের বাবা জুয়েল খাঁ বাদী হয়ে আশুলিয়া থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন।

নিহত আসিফ একই এলাকার জুয়েল খাঁর ছেলে। সে স্থানীয় দিপারোজ স্কুলের দ্বিতীয় শ্রেণীতে লেখা-পড়া করতো।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার কলতাসূতি এলাকার এখলাস ব্যাপারীর ছেলে দুই ভাই রফিকুল ইসলাম ও সুজন, মাতরীপুরের রাজৈর থানার তাতীকান্দার মৃত মোখলেস শেখের ছেলে কামাল, জামালপুরের ইসলামপুর পলকান্দা এলাকার আনোয়ার হোসেনের ছেলে সম্রাট আকবর, রংপুর জেলার পীরগঞ্জ থানার দশমুরা সাদুল্যাপুরের আমজাদ হোসেনের ছেলে রমজান, রাজবাড়ি জেলার পাংশা থানার সাধেরচড় এলাকার মো. এখলাসের ছেলে রহিম এবং কিশোরগঞ্জ কটিয়াদী থানার মৃত ওয়াদুদের ছেলে মজনু।

নিহত আসিফের স্বজনরা জানায়, গত ১১ অক্টোবর নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় আসিফ। খোঁজাখুঁজির পরও তাকে না পেলে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে স্বজনরা। পরে ওই এলাকায় মঙ্গলবার সকালে বাসার পাশে আসিফের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায় পুলিশ।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, রাতে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়। পরে নিহতের বাবা বাদী হয়ে আটক ৭ জনের নামে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী মামলা দায়ের করে। মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (১৪ অক্টোবর) বুধবার তাদের আদালতে পাঠানো হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!