খুলনা, বাংলাদেশ | ১৫ পৌষ, ১৪৩১ | ৩০ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

আশুরা উপলক্ষে ইমাম বাড়ির মাঝে কেসিসি’র আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, কারবালার ইতিহাস মুসলমানদের জন্য একটি তাৎপর্যপূর্ণ ও অর্থবহ ঘটনা। ১০ মহররমের মর্মস্পর্শী ঘটনা একদিকে যেমন আমাদের হৃদয়কে গভীরভাবে শোকাচ্ছন্ন করে তোলে অন্যদিকে অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর সংগ্রামে আমাদেরকে উদ্বুদ্ধ করে বলে সিটি মেয়র উল্লেখ করেন।

সিটি মেয়র বুধবার বিকেলে কেসিসি’র খালিশপুরস্থ শাখা অফিসে ইমামবাড়ীর মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পবিত্র আশুরা উপলক্ষে কেসিসি’র পক্ষ থেকে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে সিটি মেয়র ২৬টি ইমাম বাড়ির মাঝে ৯৭ হাজার টাকা বিতরণ করেন।

কেসিসি’র কাউন্সিলর মো: মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, এস এম খুরশিদ আহম্মেদ টোনা ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার। অন্যান্যের মধ্যে বাজমে হুসাইনি মুহররম কমিটি’র সভাপতি মাওলানা মো: রেজা আলী জায়দী, সাধারণ সম্পাদক সৈয়দ গামখার হুসাইন, আঞ্জুমান এ পাঞ্জাতানী ট্রাস্টের সভাপতি মো: ইকবাল, কেসিসি’র হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!