সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটোয়া নদীর দয়ারঘাট এলাকায় ভেঙ্গে যাওয়া বিকল্প রিং বাঁধ স্থানীয় জনতা রাত-দিন পরিশ্রম করে সংস্কার করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর নাগাদ বাঁধ মেরামত কাজ শেষ করা হয়। স্থানীয় কয়েক হাজার মানুষ স্বেচ্ছাশ্রমে এই বিকল্প রিংবাঁধ তৈরী করে নদীর পানি উঠানামা বন্ধ করেছে।
আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী জানান, বৃহস্পতিবার দুপুরে দয়ারঘাট এলাকায় ধ্বসে পড়া বেড়িবাঁধ সংস্কার করতে সক্ষম হয় স্থানীয়রা। সেখানে বিকল্প বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। ফলে নদীর প্রবল জোয়ারের পানি উঠা-নামা বন্ধ হয়েছে। গত মঙ্গলবার দুপুরে অমাবস্যার জোয়ারের প্রভাবে পাউবো’র বিকল্প রিং বাঁধ ভেঙ্গে আশাশুনি সদর, দয়ারঘাট, জেলেখালিসহ পাঁচটি গ্রাম প্লাবিত হয়। এতে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়। শতাধিক চিংড়ি ঘের ভেসে যায়। গ্রামের মানুষ পানিবন্ধি হয়ে পড়ে।
এদিকে প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া এলাকায় ধ্বসেপড়া বাঁধ সংস্কার করেছে স্থানীয়রা। ফলে সেখানেও নদীর জোয়ারের পানি উঠা-নামা বন্ধ হয়েছে।
খুলনা গেজেট/কেএম