সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা থেকে দরগাহপুর (বাঁকা) সড়কের জরুরী সংস্কারের দাবীতে মানববন্ধন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী।শুক্রবার (২২ অক্টোবর) বিকালে কুল্যার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুল্যা ইউনিয়ন সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, দৈনিক সাতনদী সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিকাঈল হোসেন, কুল্যার মোড় মসজিদের সভাপতি আইয়ুব আলি প্রমুখ।
বক্তাগণ বলেন, অতিবৃষ্টি ও অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক চলাচলসহ দীর্ঘদিন সড়কটি সংস্কার না করায় সড়কের কুল্যার মোড় হতে আরার কাদাকাটি পর্যন্ত অংশে বড় বড় খানা খন্দকের সৃষ্টি হয়েছে। বর্তমানে সড়ক দিয়ে যানবাহন চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিনিয়ন সড়কে দুর্ঘটনা ঘটে থাকে। যানজটের কারণে পথচারী ও যাত্রীদেরকে দীর্ঘ সময় নষ্ট করতে হচ্ছে। বাধ্য হয়ে সাতক্ষীরা টু দরগাহপুর যাত্রীবাহি মিনিবাস চলাচল বন্দ হয়ে গেছে। আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ পার্শ্ববর্তী পাইকগাছা, তালা, কয়রা উপজেলার মানুষ সড়কের দুর্গতির কারনে চরম বিপাকে পড়েছেন। আশাশুনিসহ দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার অনেক মানুষ ভিতর পথে কম সময়ে খুলনা ও যশোরে যাতয়াত করে থাকেন। সে পথও এখন রুদ্ধ হতে বসেছে। এখনই সংস্কার কাজ না করা হলে মানুষের ভোগান্তির অন্ত থাকবেনা। এজন্য এলজিইডি এর জরুরী রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় কুল্যা ইউনিয়নের কুল্যা মোড় হতে দরগাহপুর (বাঁকা) পর্যন্ত রাস্তা সংস্কারের দাবী জানান বক্তারা।
খুলনা গেজেট/এএ