খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ শিক্ষার্থীদের, সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ
  ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির ভিত্তিতে সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে : চিফ প্রসিকিউটর
  জুলাই-আগস্ট গণহত্যার মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ১৩ জনের শুনানি চলছে
  শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ করা ১৭ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের

আশাশুনিতে ১২২ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার উপকূলীয় আশাশুনি উপজেলার অসহায়-শারীরিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নর্দান এডুকেশন গ্রুপের প্রেসিডেন্ট ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।

শনিবার (১৭ফেব্রুয়ারি) বেলা ১১টার সময় আশাশুনি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের আয়োজনে এক অনুষ্ঠানে ১২২ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ড.আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। স্কুলের সিনিয়র শিক্ষক আসিফ ইকবালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষক লীগের সভাপতি এন.এম বি রাশেদ সরোয়ার শেলী, সাধারণ সম্পাদক মতিলাল সরকার, কপোতাক্ষ কৃষি ও বনায়ন সমবায় সমিতি খরিয়াটি শাখার চেয়ারম্যান মোঃ আওছাফুর রহমান,খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রমজান আলী প্রমূখ।

প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধীরা যেন সমাজে অন্যসব নাগরিকের মতো সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন সে বিষয়ে জনসচেতনা তৈরি করতে হবে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে নাগরিক সুযোগ-সুবিধা দিয়ে যথাযথ প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি জ্ঞানের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। তবেই প্রতিবন্ধী ব্যক্তিরাও জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। আগামীতে আশাশুনি উপজেলার ৪০০ অসহায় ব্যক্তিদের মাঝে দেড় লক্ষ টাকা মূল্যের একটি করে ইজিবাইক বিতরণ করবেন বলে ঘোষণা দেন তিনি ।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার প্রশাসনিক, রাজনৈতিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!