সাতক্ষীরার আশাশুনিতে বেতনা নদীর চর ভরাটি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে আশাশুনি উপজেলার উত্তর চাপড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহাতের নাম মো. জাকারিয়া সরদার (৫০)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সরদারের ছেলে।
পুলিশ জানায়, বেতনা নদীর চর ভরাটি জমি নিয়ে আশাশুনি উপজেলার উত্তর চাপড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সরদারের ছেলে ইউনুস আলী সরদারের সঙ্গে একই গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে নজরুল ইসলাম লালটুর সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। বিষয়টি নিয়ে রোববার সকাল ৯ টার দিকে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে নজরুল ইসলাম গ্রুপের একজন ইউনুস আলী গ্রুপের তিনজন আহত হয়।
আহতদের মধ্যে ইউনুস আলী সরদারের ভাই জাকারিয়ার সরদারকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হতে থাকলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর রাত দেড়টার দিকে মারা যায় জাকারিয়া সরদার।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহাতের ভাই ইউনুস আলী সরদার বাদী হয়ে ১৮ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
খুলনা গেজেট/এএজে