পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম আসরের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে লাহোর কালান্দার্স এবং করাচি কিংস। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লাহোরের অধিনায়ক সোহেল আখতার।
এর ফলে লাহোরের ইনিংসের গোড়াপত্তন করতে নামেন দুই ওপেনার তামিম ইকবাল এবং ফখর জামান। ব্যাটিংয়ে নেমে লাহোরকে উড়ন্ত সূচনা এনে দেন এই দুই ওপেনার। তামিম ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে ইমাদ ওয়াসিমকে কভার দিয়ে চার মেরে রানের খাতা খোলেন।
এরপর ষষ্ঠ ওভারের পঞ্চম বলে আরশাদের বলে লং অন দিয়ে আরও একটি চার মারেন তামিম। ইফতেখারের করা অষ্টম ওভারের তৃতীয় বলে লং অনের উপর দিয়ে দারুণ একটি ছক্কাও হাঁকান বাংলাদেশের এই ওপেনার।
ব্যক্তিগত ৩৫ রানে তিনি উমাইদ আসিফের বলে লং অনে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন ইফতেখারের হাতে। এর ফলে ফখরের সঙ্গে তাঁর জুটি ভাঙে ৬৮ রানে।
এর আগে পেশোয়ার জালমির বিপক্ষে প্রথম এলিমিনেটরে ১ ছক্কা ও ২ চারে ১০ বলে ১৮ রান করেন তামিম। এরপর এলিমিনেটরে ৫ চারে ২০ বলে করেন ৩০ রান। দুটি ইনিংসেই দারুণ খেললেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন তিনি।
খুলনা গেজেট/এএমআর