খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

আশা জাগিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ হার মিরাজদের

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারনী ম্যাচে ৮ উইকেটে ২৪৪ রান করেছে বাংলাদেশ। জবাবে ভালো শুরু করা আফগান শিবিরে প্রথম ধাক্কা দেন ওয়ানডে অভিষেক হওয়া পেসার নাহিদ রানা। পরে ২ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। কিন্তু জীবন পাওয়া রহমানুল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই ১০০ রানের জুটি গড়েন। সেঞ্চুরি করা গুরবাজকে ফিরিয়ে ওই জুটি ভেঙেছেন মেহেদী মিরাজ। কিন্তু শেষ পর্যন্ত ৫ উইকেটে জয় তুলে নেয় আফগানিস্তান।

আফগানিস্তান ৪৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান করে জয়ের নোঙ্গরে পৌঁছে যায়। দলটির সাদিকুল্লাহ আতাল ১৪ রান, রহমত শাহ ৮ ও হাসমতউল্লাহ ৬ রান করে ফিরেছেন। গুরবাজ ১২০ বলে সাত ছক্কা ও পাঁচ চারে ১০১ রান করেছেন।

এর আগে বাংলাদেশ দলের হয়ে ওপেনার সৌম্য সরকার ২৩ বলে তিন চারের শটে ২৪ রানের ইনিংস খেলেন। তানজিদ তামিম ১৯ রান করে। চারে নেমে অধিনায়ক মেহেদী মিরাজ ও ছয়ে নামা অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ১৪৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। মিরাজ ১১৯ বলে ৬৬ রান করেন। চারটি চারের শট মারেন তিনি।

সেঞ্চুরির পথে ছিলেন রিয়াদ। তিনি ৯৮ বলে ৯৮ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন। শেষ ওভারে সেঞ্চুরির জন্য ৪ রান দরকার ছিল রিয়াদের। কিন্তু তিন বল খেলেও তা করতে পারেননি এই ডানহাতি ব্যাটার। তার ব্যাট থেকে সাতটি চার ও তিনটি ছক্কার শট আসে।

খুলনা গেজেট/কেডি

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!