খুলনা, বাংলাদেশ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
  কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে নতুন বাংলাদেশ গড়তে আর্থিক ও বিনিয়োগের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
দৌলতপুর থানায় জামায়াতে ইসলামীর গনসংযোগ শেষে পথ সভায়

‘আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ’

গেজেট ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, মানুষের তৈরি আইনে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি, হবে না। কুরআনের বিধান বাদ দিয়ে মানুষের তৈরি মতবাদে বিগত ৫৪ বছর রাষ্ট্র পরিচালনা হলেও মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি এবং বৈষম্য দূর হয়নি। বরং রাষ্ট্রের প্রতিটি সেক্টরে বৈষম্যের সৃষ্টি হয়েছে। আল্লাহ নামায, রোযা, হজ, যাকাতের মতো দ্বীন কায়েম করাও ফরয করেছেন। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যারা এই দায়িত্ব পালন করবে, তারাই পরিপূর্ণ ঈমানদার এবং ইহকাল ও পরকালে সফলতা অর্জন করবে। জামায়াতে ইসলামী এ দেশের প্রত্যেক মানুষকে সেই সাফল্যের অংশীদার করতে ইসলামের ছায়াতলে আহ্বান জানাচ্ছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় খুলনা মহানগরী দৌলতপুর থানাধীন ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্য্যেগে গণসংযোগ শেষে মানিকতলা মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

১নং ওয়ার্ড আমীর রেজাউল কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি সেলিম রেজার পরিচালনায় পথসভায় বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি ও মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, ছাত্রশিবিরের মহানগরী সেক্রেটারি রাকিব হাসান, মহানগরী জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ইকবাল হোসেন, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী ও সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন।

অন্যান্যদের মধ্যে আইবিডাব্লিউএফ মহানগরী সেক্রেটারি এস এম আজিজুর রহমান স্বপন, দৌলতপুর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ, দৌলতপুর থানা ছাত্রশিবির সভাপতি আবুল কাশেম, দৌলতপুর থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, ২নং ওয়ার্ড সভাপতি শেখ আলাউদ্দিন, ৩নং ওয়ার্ড সভাপতি সৈয়দ গোলাম কিবরিয়া, আরিফুল ইসলাম, জাকির হোসেন, গোলাম মুসা তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় দলীয় পরিচিতি, নগরীর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমানের ছবিসহ প্রার্থী পরিচিতির লিফলেট বিতরণ করেন। এছাড়াও অনেকেই জামায়াতের সহযোগী ফরম পুড়ুন করে জামায়াতে ইসলামীর সাথে রাজনীতি করার অঙ্গিকার করেন।

অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, মানুষের তৈরি আইনে আবারো যারাই সরকার গঠন করবে তারা দেশ ও জনগণের জন্য কিছুই করবে না, করতে পারবে না। অতীতের মত নিজ দল ও নিজেদের জন্যই সবকিছু করবে। সাম্রাজ্যবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ নামক যত মতবাদ এগুলো মানুষের তৈরি। এসব মতবাদ আদর্শ হিসেবে গ্রহণ করলে ঈমানের দাবি পূরণ হবে না। ঈমানের দাবি পূরণের জন্য ইসলামের বিধান এবং রাসূল (সা.) কে একমাত্র নেতা হিসেবে অনুসরণ করতে হবে ও মানতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়েও সকল ক্ষেত্রে ইসলামের বিধান মানতে হবে। অন্য কোন বিধান মানা যাবে না।

জামায়াতে ইসলামী বৈষম্যমুক্ত সুখী-সমৃদ্ধ কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায় উল্লেখ করে মহানগরী আমীর বলেন, ছাত্র-জনতা যেই বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছে। যেই বাংলাদেশ গঠন করতে নিজের জীবন ও রক্ত বিলিয়ে দিয়েছে, জামায়াতে ইসলামী সেই বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধা, দারিদ্র, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে ইসলামী সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই ইসলামের সুমহান ছায়াতলে ধর্মবর্ণ, দলমত নির্বিশিষে দেশবাসীকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!