দক্ষিণাঞ্চলের পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের ঈদ পুনর্মিলনী ও তৃতীয় দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (১ জুলাই) খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি আইডিয়ার কেজি স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক শেখ তারেকের সভাপতিত্বে, সোহাগ আল মামুন ও মহিউদ্দিন পারভেজের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক মনিরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও আলোর মিছিলের উপদেষ্টা মোল্যা মাকসুদুল ইসলাম, কৃষিবিদ ফজলে রাব্বি বাধন, শেখ শামিমুল ইসলাম ও সৈয়দ শাহজাহান।
সম্মেলনের দ্বিতীয় পর্বে শেখ তারেককে সভাপতি ও সোহাগ আল মামুন কে সাধারন সম্পাদক ঘোষনা করে আলোর মিছিলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যন্য সদস্যরা হলেনস, সিনিয়র সহ সভাপতি শেখ খালিদ হোসেন, শেখ ইনামুল, সহ সভাপতি শাহজাহান মোড়ল,
সহ সভাপতি আহসানুল হক হিরো, যুগ্ম সাধারন সম্পাদক, মহিউদ্দিন পারভেজ, যুগ্ন সাধারণ সম্পাদক – বি এম হাবিব।
সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক এনামুর কবির। কোষাধ্যক্ষ আশাদুজ্জামান আশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক গফুর মোড়ল, সহ প্রচার সম্পাদক সাদিয়া সিদ্দিকা পাপড়ি, দপ্তর সম্পাদক সজল কুমার বিশ্বাস,
মহিলা বিষয়ক সম্পাদক শাহিনূর আক্তার রানী।
খুলনা গেজেট/এসজেড