খুলনা, বাংলাদেশ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  এই ইসির অধীনে নির্বাচন করবে না এনসিপি : নাসিরুদ্দীন পাটোয়ারী
  নিরপেক্ষতায় উদ্বেগ এনসিপির : মন্তব্যে নারাজ ইসি
  করিডোর নিয়ে কারো সাথে কোনো আলোচনা হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

আলোচনা ফলপ্রসূ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা কর ও কাস্টমস কর্মকর্তাদের

গেজেট ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা– এই দুই বিভাগ করা নিয়ে সংস্থাটির কর্মকর্তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, তা দূর হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এনবিআরকে যেভাবে দুটি ভাগে ভাগ করা হয়েছে, সেটিই বহাল থাকবে।

মঙ্গলবার সচিবালয়ে এনবিআরের কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সদস্য এবং এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তবে অর্থ উপদেষ্টা আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানালেও আন্দোলনরত কর্মকর্তারা ভিন্ন দাবি করছেন। তারা বলছেন, আলোচনা ফলপ্রসূ হয়নি। তারা আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন। দুপুরে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে এনবিআরের কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগ এবং সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান সাংবাদিকদের জানান, অর্থ উপদেষ্টা ও অন্য উপদেষ্টারা এনবিআরের কর্মকর্তাদের বক্তব্য শুনেছেন। এখন অর্থ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ব্যাপারে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এনবিআর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এনবিআর পৃথকের ব্যাপারে গেজেট প্রকাশ করা হবে। আগামী ২ জুন বাজেট দেওয়া হবে। এরপর এনবিআর আলাদা করার বিষয়টি নিয়ে কাজ করা হবে।

তিনি আরও বলেন, ‘এনবিআর পৃথকের বিষয়টি বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। অনেক কাজ আছে এসব নিয়ে। সে সময় আমরা দেখব তাদের দাবি কতটুকু নেওয়া যায়। প্র্যাকটিক্যাল ইস্যুতে দশ ও দেশের স্বার্থে, ব্যবসার স্বার্থে আমরা যেটাকে অনুমোদন করেছি, সেটা রাখব। কিন্তু তাদের বিষয়গুলো– বিধি হোক আর যেভাবেই হোক, সেটা করতে আমরা চেষ্টা করব।’

বিষয়টি নিয়ে আন্দোলরত কর্মকর্তাদের সঙ্গে আর কোনো বৈঠক হবে কিনা, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাদের সঙ্গে আনুষ্ঠানিক আর কোনো আলোচনা হবে না। তাদের যে উপদেষ্টা কমিটি আছে, তারা তাদের সঙ্গে আলাপ করে এটা করবে।

আজকের বৈঠক ফলপ্রসূ কিনা, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, বৈঠক ফলপ্রসূ। আলাদা বিভাগ হিসেবে কাজ শুরু হবে কবে– জানতে চাইলে তিনি বলেন, আগে গেজেট করতে হবে। গেজেটের আগেও অনেক কাজ আছে। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যায়। এটা বাজেটের আগে না পরে– এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাজেট তো ২ জুন দিব। এর আগে কীভাবে করব!’ আন্দোলনরত কর্মকর্তারা সন্তুষ্ট কিনা, আন্দোলন থেকে সরে আসবে কিনা জানতে চাইলে সালেহউদ্দিন বলেন, আমরা বলেছি আন্দোলন থেকে সরে আসেন। তারা কী বলেছে, সেটায় আমার কিছু যায়-আসে না।

গত ১২ মে রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনবিআরকে দুটি ভাগে বিভক্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠন করা হয়। তবে ওই অধ্যাদেশে কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। কর্মকর্তারা দাবি করছেন, এতে তাদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং তাদের মতামত উপেক্ষা করা হয়েছে। এ অভিযোগে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কর্মকর্তা-কর্মচারীরা টানা চার কর্মদিবস কলমবিরতি কর্মসূচি পালন করেন।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐক্য পরিষদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে অর্থ বিভাগের সম্মেলেন কক্ষে অর্থ উপদেষ্টা এবং অন্য দু’জন উপদেষ্টার উপস্থিতিতে সভা হয়েছে। তবে সভা ফলপ্রসূ হয়নি। বুধবার (আজ) দুপুর ১২টায় এনবিআর প্রাঙ্গণে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং হবে এবং এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে প্রেস ব্রিফিংয়ের আগ পর্যন্ত সকাল ৯টা থেকে এনবিআরের অধীন ঢাকার দপ্তরগুলোর আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারী রাজস্ব ভবনের নিচতলায় এবং ঢাকার বাইরের অন্য সব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবেন।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!