খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংলগ্ন হলরোড এলাকা থেকে চুরি হয়ে গেছে আবদুল আলেকের একমাত্র ভ্যান। খুবি শিক্ষার্থীদের কাছে প্রিয় === ‘আলেক চাচা’র নামেই বেশি পরিচিত। উপার্জনের একমাত্র উৎস ছিল তার ভ্যানটি। বর্তমানে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন।
আলেক চাচা এক সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি ছোট চায়ের দোকান চালাতেন। রাতের নিস্তব্ধতায় তার দোকানে এক কাপ গরম চা খেতে আসতেন বহু শিক্ষার্থী। চাচার মানবিক আচরণ, হাসিমুখ আর আন্তরিক সেবা অনেকের ছাত্রজীবনের প্রিয় স্মৃতির অংশ।
বর্তমানে বয়স ও বাস্তবতার কারণে দোকান ছেড়ে তিনি ভ্যান চালিয়েই জীবিকা নির্বাহ করছিলেন। শুক্রবার রাতে সেই পথটিও বন্ধ হয়ে গেছে।
এই ভ্যানটাই ছিল আমার একমাত্র উপার্জনের পথ, কাঁপা গলায় বলছিলেন আলেক চাচা।
চুরি যাওয়ার পর মাথায় হাত পড়ে গেছে। কারো কাছে হাত পাততে কষ্ট হয়, কিন্তু এখন আর উপায় নেই। যারা এক সময় আমার দোকানে চা খেতে আসত, আজ তাদের কাছেই একটু সহানুভূতি চাই।
আলেক চাচার ছেলে আখিরুল জানান, বাবা কখনো কারও কাছে কিছু চাননি। কিন্তু এখন তার মুখে হতাশা। আমরা ছোট পরিসরে খুঁজে দেখছি, কিন্তু কোনো সন্ধান পাইনি।
চাচার দুঃখের কথা শুনে ইতোমধ্যেই কিছু প্রাক্তন শিক্ষার্থী সহানুভূতি প্রকাশ করেছেন এবং উদ্যোগ নিয়েছেন সাহায্যের।
আপনার সামান্য সহায়তাও হতে পারে এক আশার আলো। যোগাযোগ করুন: আলেক চাচা- ০১৯২৫৬৩৮০৯৪; আখিরুল (ছেলে) – ০১৯১৬১১৫১৮৬
খুলনা গেজেট/হিমালয়