খুলনার আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ব আলীম জুট মিলের শ্রমিক-কর্মচারীদের সকল বকেয়া পাওনা পরিশোধের দাবিতে ৩দিনের আন্দোলন কর্মসুচি ঘোষণা করেছে খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশন। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সংগঠনটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসুচি ঘোষণা করে।
খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আমিরুল সরদার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, খুলনার আটরা শিল্পাঞ্চলের আলীম জুট মিলটি রাষ্ট্রায়ত্ব করণের পর থেকে বিজেএমসির নিয়ন্ত্রণে মিলটি পরিচালিত হয়ে আসছে। একটি মহলের ষড়যন্ত্রে চলতি বছরের ১ জুলাই মিলটি বন্ধ হয়ে যায়। সাবেক এ্যাার্টনি জেনারেল মাহবুবে আলম মিলের শ্রমিকদের পাওনা পরিশোধের আইনে কোন বাধা নাই ঘোষণা দিলেও মিলটির শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ করা হচ্ছেনা। বন্ধের পর একটি পে নোটিশে মাত্র ২ মাসের পাওনা পরিশোধ করলেও চলতি বছরের ৬মাস শ্রমিকদের কোন পাওনাদি পরিশোধ করা হয়নি। খুলনার অন্য সকল রাষ্ট্রায়ত্ব জুট মিলের শ্রমিকদের বকেয়া পাওয়া পরিশোধের ধারাবাহিকতা বজায় থাকলেও আলীম জুট মিলের শ্রমিকদের বকেয়া প্রায় ১ শ’ ৩০ কোটি টাকা পাওনা পরিশোধ করা হচ্ছেনা। মিলের প্রায় দেড় হাজার শ্রমিক বকেয়া পাওনা না পেয়ে তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
লিখিত বক্তব্যে ফেডারেশনের সভাপতি বলেন মিলের অবসরপ্রাপ্ত এবং স্থায়ী ও অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বাধ্য হয়ে আন্দোলন কর্মসুচি ঘোষণা করতে হলো। ৩ দিনের কর্মসুচি শেষে দাবি আদায় না হলে পরবর্তিতে আরো কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে। ঘোষিত কর্মসুচির মধ্যে আজ বুধবার সকাল ১১টায় মিলের প্রকল্প প্রধানের নিকট স্মারকলিপি প্রদান, ১২ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় আলীম জুট মিলের প্রধান ফটকে শ্রমিক জনসভা এবং ২০ ডিসেম্বর বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ১ ঘন্টা খুলনা যশোর মহাসড়কের মিল সম্মুখে মানববন্ধন কর্মসুচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন থানা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, ফেডারেশনের সদস্য আঃ রউফ মোড়ল, মোঃ ইকবাল হোসেন, মোঃ মজিবার রহমান, মোঃ ইকরাম হোসেন, মোঃ জাকির সরদার, মোঃ সহিদ সরদার, মোঃ হাদিউল মোল্যা, মোঃ শহিদুল, মোঃ আশরাফ আলী, মোঃ বাহার, মোঃ জাহাঙ্গীর মীর, মোঃ ওহিদুল শেখ, নবুয়াত হোসেন, আঃ করিম, কামরুজ্জামান, তুহিন কাজী, জুলমত হোসেন, আজীজুল গাজী প্রমুখ।
খুলনা গেজেট/এ হোসেন