কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সঙ্কট-দুর্নীতি-আর্থিক জালিয়াতি, জমি হস্তান্তর প্রত্যাহার সহ যাবতীয় দাবি নিয়ে মহাবিক্ষোভ মিছিলে কলকাতার রাজপথ অচল হল।
বৃহস্পতিবার মেঘ-বৃষ্টিকে উপেক্ষা করেও এই মিছিলে সামিল হন আলিয়ার প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, সেভ আলিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সংগঠন । এদিন বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষ সামিল হওয়ার ফলে কলকাতার একাংশ বিশেষ করে পার্কসার্কাস এলাকা অচল হয়ে যায়।তীব্র যানজট তৈরি হয়।
এদিন আন্দোলনকারীরা রাজ্যসরকারকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন যে, রাজ্যসরকার আলিয়ার সঙ্কটমোচনে ইতিবাচক ভূমিকা না নিলে আন্দোলন আরো তীব্র হবে। প্রয়োজনে নবান্ন অভিযান করা হবে। এদিন মিছিল থেকে যে দাবিগুলি করা হয় সেগুলি হল, অবিলম্বে আলিয়ার যাবতীয় দুর্নীতির তদন্ত প্রকাশ্যে আনতে হবে, আলিয়ার সঙ্কটমোচনে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে, আলিয়ার জমি হস্তান্তর প্রত্যাহার করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সব ক্যাম্পাসের পরিকাঠামোগত উন্নয়নয়ন করতে হবে।
উল্ল্যেখ্য আলিয়ার ছাত্রছাত্রীদের আন্দোলন বৃহস্পতিবার পর্যন্ত ৬৩ গড়াল। তবুও আন্দোলনকে দমানো যায়নি। আন্দোলন আরো তীব্র আকার নিচ্ছে। এবছর ৪ অক্টোবর থেকে আন্দোলন শুরু হয়।
খুলনা গেজেট/এএ