ইসরাইলি বাহিনীর হামলায় পবিত্র আল-আকসা মসজিদের পাশে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। পবিত্র রমজান মাসে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে বাধা দেওয়াসহ হামলা চালিয়েছে। খবর ওয়েফা ও সিএনএনের।
ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় মোহাম্মাদ আল-ওসাইবি নামে এ ফিলিস্তিনি তরুণ আল-আকসা মসজিদের গেটের কাছে নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-আকসা মসজিদের ভেতর থেকে গুলির শব্দ স্পষ্টভাবে শোনা গেছে। একজন ফিলিস্তিনি তরুণীকে আল-আকসা মসজিদে ইহুদিবাদী সেনারা প্রবেশে বাধা দিলে ওই তরুণ তার প্রতিবাদ করেন। এ জন্য ইহুদিবাদী সেনারা ২৬ বছর বয়সি আল-ওসাইবিকে গুলি করে হত্যা করে।
ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করার পর ইহুদিবাদীরা দরজা বন্ধ করে দেন এবং মসজিদ চত্বরে প্রবেশ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এ সময় ইসরাইল কর্তৃপক্ষ সেখানে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করে।
খুলনা গেজেট/এনএম