খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩
প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভায় বক্তারা

আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে নারীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

তরুন নারীদের উদ্যোক্তা সম্ভাবনা অনেক বেশী এবং প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করতে পারলে এর বিশাল সম্ভাবনা রয়েছে। কিন্তু অধিকাংশ পরিবার নারীদের ব্যবসায়ী উদ্যোগতা হতে উৎসাহিত করে না। অথচ নারীদের দক্ষতা অর্জন ও প্রশিক্ষন গ্রহণের আগ্রহ অনেক বেশি। আর্তসামাজিক অবস্থার প্রেক্ষাপটে একজন নারীর অংশগ্রহণ অত্যান্ত গুরুত্বপূর্ণ।

সেফ দ্য চিলড্রেন এর সহযোগিতায় এবং ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে বুধবার (৩০ আগষ্ট) সিটি কলেজ মোড়স্থ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত তরুন নারীদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের অগ্রগতি বিষায়ক এক অবিহিতকরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধ আব্দুল ওয়াহেদ, জেলা মহিলা বিষায়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সম্পাদক কামরুজ্জামান রাসেল, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান কহিনুর ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি শেখ মঈনুল ইসলাম মঈন বলেন. দেশের শ্রম শক্তির উল্লেখযোগ্য সংখ্যাক নারী। কিন্তু এর আগে শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণ ছিল মাত্র ৩০ শতাংশ। যা এখন ৪০ শতাংশে উন্নীত হয়েছে। এটি ৮০ শতাংশ করতে না পারলে আসল উদেশ্য সফল হবে না। প্রধানমন্ত্রী আগামী ২০৩১ সালে উন্নত বাংলাদেশের ঘোষনা দিয়েছেন। এজন্য দেশের উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে।

সভায় বলা হয়, ব্রেকিং দ্য সাইলেন্স এই প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার সদর এবং দেবহাটা উপজেলায় জেন্ডার ধারনা প্রদান সহ তরুণ নারীদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার লক্ষ্যে ব্যবসায়ী উদ্যোক্তা তৈরীতে ইয়াং ওমেনস ইকোনোমিক ইম্পাওয়ারমেন্ট প্রকল্পভূক্ত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। উদ্যোক্তগণ তাদের বিভিন্ন পণ্য যেমন নিরাপদ তৃণমূল পর্যায়ের নারীদের জন্য নিরাপদ স্যানিটারি ন্যাপকিন তৈরী (স্বপ্ন কন্যা), রান্নার জন্য প্রস্তুত উপযোগী স্বান্থ্যকর হাঁসড়, রেডি টু কুক ডাক (হংসরাজ্য), ফ্যাশন ডিজাইন ও সেলাই (মধুমতি ফ্যাশন), কমিউনিটি বেজড অর্গানিক ভেজিটেবল (সবুজের মেলা), পরিশোধনযোগ্য খাবার পানি ও নির্ভেজাল মসলা তৈরী (নিউ লাইফ), ছাগল ও ছাগলের দুধ উৎপাদন ও পালন (খামারবাড়ি), সেলাই ও কম্পিউটার, ইকমার্স সহ ১৫টি ব্যবসা অন্যতম।

অনুষ্ঠানে অংশগ্রহণকারি সম্মানিত ব্যক্তিবর্গ উদীয়মান তরুণ নারী উদ্যোক্তাদের সার্বিক পরামর্শ প্রদান, ব্যবসায়ী পণ্যের উন্নতিকল্পে আর্থিক, পলিসিগত, পরিবেশগত ও সামাজিক সকল ধরনের সহায়তা করার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে মূল প্রবদ্ধ উপস্থাপন করেন প্রকল্প সমন্নয়কারি মোঃ মেহেদী হাসান এবং স্বাগত বক্তব্য রাখেন মোঃ শরিফুল ইসলাম। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী পর্যায়ের সম্মানিত কর্মকর্তাগণ, সাংবাদিক, শিক্ষক, উন্নয়ন কর্মী ও তরুন নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/ বিএম শহিদুল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!