‘অ্যানিমেল’ ছবিকে ঘিরে নানান সমালোচনার ঝড় বয়ে গেছে। এমনকি বেশ কিছু চলচ্চিত্র তারকা সন্দীপ রেড্ডি ভাংগার এই ছবিকে কটাক্ষ করেছেন। তবু ছবিটিকে ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা এতটুকু কমেনি; বরং আরও বেড়ে গিয়েছিল। বক্স অফিসেও দারুণ ব্যবসা করেছে রণবীর কাপুর আর রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’। এই ছবির হাত ধরেই এ বছর ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার লাভ করেছেন রণবীর। এদিকে এখন থেকেই অনেক দর্শক ‘অ্যানিমেল’-এর সিকুয়েলের অপেক্ষায় আছেন। রণবীর জানিয়েছেন, আরও ভয়ংকরভাবে আসতে চলেছে এই ছবির সিকুয়েল ‘অ্যানিমেল পার্ক’।
সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে ‘অ্যানিমেল’ ছবিটি। বড় পর্দার পর ওটিটিতেও সাড়া ফেলেছে সন্দীপের এই ছবি। রণবীর সম্প্রতি নেটফ্লিক্স ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ছবির গল্পের বিষয়ে ববি স্যারের কোনো ধারণা ছিল না। অনিল স্যার শুধু বাবা-ছেলের গল্পের বিষয়ে জানতেন। সন্দীপ তাঁর এই ছবি আর এর চিত্রনাট্যকে ঘিরে গোপনীয়তা বজায় রেখেছিল।’
রণবীর এই সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘অ্যানিমেল পার্ক’-এর ব্যাপারে তাঁকে সন্দীপ একটু-আধটু বলেছেন। ‘অ্যানিমেল পার্ক’-এর প্রসঙ্গে এই বলিউড তারকা বলেছেন, ‘সন্দীপ “অ্যানিমেল পার্ক” ছবির দুয়েকটা দৃশ্য বর্ণনা করেছে। আর এই দৃশ্যগুলো ভীষণ-ই হিংস্র আর “ডার্ক”। “অ্যানিমেল”-এর দ্বিতীয় ভাগকে ঘিরে সন্দীপের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। আর তাই “অ্যানিমেল পার্ক”-কে আরও বড় আকারে, আরও বেশি জটিল এবং অনেক বেশি “ডার্ক” বানাতে চলেছে সন্দীপ।’
‘অ্যানিমেল’ ছবিকে ঘিরে সমালোচনার প্রসঙ্গে রণবীর বলেছেন, ‘অনেকে এই ছবিকে ঘিরে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু “অ্যানিমেল’কে ঘিরে আমাদের সমাজে অনেক স্বাস্থ্যকর আলাপ-আলোচনা হয়েছে। আমাদের সমাজে “টক্সিক পুরুষত্ব” নিয়ে খুবই হেলদি তর্ক-বিতর্ক শুরু হয়েছে। আর এটা সিনেমার ক্ষেত্রে এক ভালো দিক। কারণ, নিদেনপক্ষে সিনেমাকে ঘিরে এক তর্ক-বিতর্ক তো শুরু হয়েছে।’
এই অভিনেতা আরও বলেছেন, ‘আমাদের যে ভূমিকায় দেখা যায়, সেটা শুধু একটা চরিত্র। একজন অভিনেতা হিসেবে আমরা সেই চরিত্রের প্রতি সহানুভূতিশীল থাকি। কারণ, চরিত্রটা আমরা পর্দায় তুলে ধরি। কিন্তু একজন দর্শক হিসেবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা অন্যায়। আপনি এক মন্দ মানুষের ওপর ছবি নির্মাণ করতেই পারেন, আর তা নির্মাণ করা উচিত বলে আমি মনে করি। কারণ, আপনি যদি তাদের ওপর ছবি নির্মাণ না করেন, তাহলে সমাজের কখনো উন্নতি হবে না।’
জানা গেছে, ‘অ্যানিমেল পার্ক’ ছবির চিত্রনাট্য লেখার কাজ আগামী মাস, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তবে ‘অ্যানিমেল’ ছবির গল্প লেখার সময় এর সিকুয়েল ছবির কাহিনি ভাবা হয়ে গিয়েছিল।
‘অ্যানিমেল’ ছবির দ্বিতীয় পর্বের কাহিনি লেখা হবে রণবীর কাপুরের চরিত্র ‘রণবিজয়’ আর তার যমজকে কেন্দ্র করে। এই সিকুয়েলে ‘গীতাঞ্জলি’ (রাশমিকা মান্দানা) আর ‘রণবিজয়’-এর সম্পর্ক এবং তাদের ছেলের সঙ্গে সম্পর্কের কথা দেখানো হবে। ‘অ্যানিমেল পার্ক’ ছবির শুটিং ২০২৫ সালে শুরু হবে বলে জানা গেছে। আর আগামী বছর-ই রণবীর এই ছবির বিষয়ে মনোযোগ দেবেন।
সন্দীপ রেড্ডি ভাংগা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটি গত বছর ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। এই ছবিতে রণবীর কাপুর আর রাশমিকা ছাড়া অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি ডিমরি, সুরেশ ওবেরয়, সৌরভ সচদেবা, প্রেম চোপড়াসহ আরও অনেকে আছেন।
খুলনা গেজেট/এমএম