খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

‘আর চোঁখের পানি নয়, গুমের বিরুদ্ধে রূখে দাঁড়ান’

গেজেট ডেস্ক

‘আর চোখের পানি নয়, গুমের বির”দ্ধে সকলকে রূখে দাঁড়াতে হবে এবং সুষ্ঠু তদন্ত করে গুমের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে।’ গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার (৩০ আগষ্ট) খুলনায় অনুষ্ঠিত গুম বিরোধী র‌্যালি ও মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।

দেশের অন্যতম শীর্ষ মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এর আগে দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় নগরীর ফুল মার্কেট মোড় থেকে র‌্যালী বের হয়ে শান্তিধাম মোড় হয়ে জাতিসংঘ পার্কের সামনে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হিউম্যান রাইটস ডিফেন্ডার ও সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান সভাপতিত্ব ও দিবসের ঘোষণাপত্র পাঠ করে শোনান। স্বাগত বক্তৃতা করেন মানবাধিকার কর্র্মী ও সাংবাদিক কেএম জিয়াউস সাদাত। বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক ও নাগরিক ঐক্যের খুলনা মহানগর শাখার সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, খুলনা জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, ইসলামি আন্দোলন বাংলাদেশের খুলনা নগর শাখার সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল-আমিন শেখ, মানবাধিকার সংগঠক শেখ আব্দুল হালিম, জেলা ব্লাড ব্যাংকের সভাপতি শেখ ফারুক, গুমের শিকার সাতক্ষীরার ডা. শেখ মোখলেসুর রহমান জনি’র পিতা শেখ আব্দুর রাসেদ, বেনাপোলে গুমের শিকার কলেজছাত্র মোঃ রেজওয়ান হোসেনের ভাই বায়জিদ হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন সাতক্ষীরার মানবাধিকার কর্মী মো. ইয়াসিন আলী সরদার, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, নাগরিক ঐক্যের শেখ জামিরুল ইসলাম, ব্যবসায়ী মো. হাবিবুর রহমান খান, জেলা ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সিডিপি’র এস এম এ রহিম, চিকিৎসক এম ডি দেলোয়ার হোসেন, ছাত্রনেতা শহিদুল ইসলাম, সাংবাদিক এম এ আজিম প্রমুখ। – খবর বিজ্ঞপি্তির




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!