প্রধানমন্ত্রী আমেরিকা থেকে খালি হাতে ফিরে এসেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমেরিকায় গিয়ে শেখ হাসিনা বহু চেষ্টা করেছেন। কিন্তু পারেননি। আমেরিকা থেকে খালি হাতে ফিরে এসেছেন। আজ সকালে কুমিল্লা দক্ষিণের বুড়িচংয়ের কালাকচুয়ায় রোডমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা কেউ ভালো নাই। ৮০ টাকা চালের সের। ফ্যাসিবাদী সরকার আমাদের বুকের ওপর চেপে বসেছে। তিনি বলেন, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে বন্দি করে রেখেছে। তিনি চিকিৎসা পাচ্ছেন না। তাকে বাইরে নিতে দিচ্ছে না।
তারা জানে, তিনি যদি মানুষের সামনে দাঁড়ান একমুহূর্ত টিকতে পারবে না।
দলের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ আবারও আগের মতো নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। তারা কী আগের মতো নির্বাচন করতে পারবে? আপনারা কি নির্বাচন করতে দেবেন? এসময় উপস্থিত জনতা সমস্বরে না সূচক জবাব দেন। আমরা এই সরকারকে একতরফা নির্বাচন করতে দেব না। বিএনপি মহাসচিব বলেন, আজকে তারা ভয় দেখায়। কোনো ভয় এবার কাজে আসবে না। বাংলাদেশের অস্তিত্ব থাকবে কিনা, গণতন্ত্র থাকবে কিনা, সার্বভৌমত্ব থাকবে কিনা আজ প্রশ্ন হয়ে দাড়িয়েছে।
রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চালুর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়াম নিয়ে আসছে। এই ইউরেনিয়াম যদি একবার বিস্ফোরিত হয় তাহলে মাইলের পর মাইল ছারখার হয়ে যাবে। আজকে শুধু চুরি করার জন্য এধরনের প্রকল্প করছে।
তিনি বলেন, আজকে হাজার হাজার কোটি টাকা লুট করে বেগম পাড়া তৈরি করছে। কথা বলতে দেয় না। বললেই মামলা। আজকে পুলিশ র্যাব দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এরা আদালত, বিচার বিভাগ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে তত তাড়াতাড়ি এদেশ ধ্বংস হয়ে যাবে। তাই তাদের আর একমুহূর্তও ক্ষমতায় রাখা যাবে না। এই ভোট চোরদের আর ক্ষমতায় রাখা যাবে না।
তিনি বলেন, এই রোড মার্চের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, এখনও সময় আছে ক্ষমতা ছেড়ে জনগণের অধিকার ফিরিয়ে দেন। নতুবা জনতা জানে কিভাবে ক্ষমতা থেকে নামাতে হয়। রাজপথ দখলে রাখতে হবে।
উদ্বোধনী সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিনের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য রাখেন।
খুলনা গেজেট/এমএম