খুলনা, বাংলাদেশ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  এই ইসির অধীনে নির্বাচন করবে না এনসিপি : নাসিরুদ্দীন পাটোয়ারী
  নিরপেক্ষতায় উদ্বেগ এনসিপির : মন্তব্যে নারাজ ইসি
  করিডোর নিয়ে কারো সাথে কোনো আলোচনা হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

আমিরাতের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

ক্রীড়া প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল হেরেছিল ২ উইকেটে। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ ইতোমধ্যে সমতায় রয়েছে। যে কারণে সিরিজের বাড়তি যোগ ম্যাচটিই হয়ে উঠেছে আকস্মিক অলিখিত ফাইনাল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত নয়টায়।

সিরিজ বাঁচাতে লিটন দাসের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। নতুন অধিনায়ক হিসেবে এটিই তার প্রথম সিরিজ। স্বাভাবিকভাবেই এই সিরিজটা হারাতে চাইবেন না তিনি। তবে অতীত ইতিহাসটা লিটন কিংবা বাংলাদেশ কাউকেই সঙ্গ দিচ্ছে না এই ম্যাচের আগে।

পেছনের দিকে ফিরে তাকালে দেখা যায় গেল ৭ বছরে কেবল দুইবারই সিরিজ নির্ধারণী ম্যাচ জিতে ফিরেছে বাংলাদেশ। ৬ বছর ৯ মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জিতে ফিরেছিল বাংলাদেশ। আর শেষবার বাংলাদেশ টি-টোয়েন্টিতে সিরিজ নির্ধারণী ম্যাচ জিতেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। সেটা ২০২১ সালের ২৫ জুলাই।

এরপর থেকে পরের প্রায় ৩ বছর ৯ মাসে একাধিকবার সিরিজ নির্ধারণী ম্যাচের মুখোমুখি হলেও কখনোই জিতে ফেরা হয়নি টাইগারদের। তবে আরব আমিরাতের বিপক্ষে এমন ভুল করতে চায় না ফিল সিমন্সের শিষ্যরা।

আর সেই তাড়না থেকেই সিরিজের এই ম্যাচে আসতে পারে একাধিক রদবদল। আগের ম্যাচে পায়ের সমস্যায় থাকা পারভেজ হোসেন ইমন এদিন থাকতে পারেন একাদশে। এছাড়া হাসান মাহমুদের ফেরার সম্ভবনা রয়েছে। বরাবরের মতোই তিন পেসার এবং ২ স্পিনার নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। দলের একমাত্র অলরাউন্ডার হিসেবে থাকছেন শামীম পাটোয়ারি।

যেমন হতে পারে বাংলাদেশের একাদশ:

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হ্রদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!