আমার প্রেম কখনো আমার ছিল না।
আমার ভালোবাসা কখনো আমার হয়নি
আর তুমিও কখনো আমার হবে না।
কারণ বিধাতা বিশেষভাবে বেছে বেছে
কবিতাকেই আমার আজন্ম নৈঃসঙ্গ্যের
সঙ্গী করে দিয়েছেন পরম দয়ায়!
তাই আমি কবিতাকে খুব করে ভালোবাসি।
তার চুলের সৌরভের ওপর শুধুই আমার
ঘ্রাণেন্দ্রিয়ের একচ্ছত্র আধিপত্য!
তার আঙুলের কোমলতার ওপর শুধুই আমার
স্পর্শের কর্তৃত্বময় বিস্তৃতি!
যাহোক শুনে রাখো—
আমাকে যে বোঝে না তাকে নতুন করে
নতুন কিছু বোঝানোর কোনো দায় আমার নেই।
আমাকে যে খোঁজে না তাকে সাঁড়াশি অভিযান
চালিয়ে খুঁজে বেড়াতেও কোনো সায় আমার নেই।
তোমার ভালোর জন্যই আমি বলছি—
আমাদের মতো এরকম কবিদের
কখনোই কোনো পিছুটান থাকে না;
ছিল না কস্মিনকালেও!
কিন্তু তবুও তোমার মনে রাখা দরকার—
এযাবৎ কোনো বিষয়ে কখনো রাগ আমার ছিল না।
এযাবৎ কোনো বিষয়ে কখনো অভিমান আমার হয়নি
আর ভবিষ্যতেও কোনো বিষয়ে কখনো কষ্ট আমার হবে না;—
কারণ আমি তো জানি আসলে
রাগ, অভিমান বা কষ্ট হলো
অপ্রাপ্তির নৈরাশ্যের নর্দমায় জীবন অতিবাহিত করা
স্বপ্নময় জীবনের নদী আর সমুদ্রকে পিছে ফেলে!
তাই আমি স্বপ্নকে খুব করে ভালোবাসি।
তার অধরের উষ্ণতার ওপর শুধুই আমার
ওষ্ঠের একচ্ছত্র আধিপত্য!
তার জঘনের আন্দোলনের ওপর শুধুই আমার
কামনার কর্তৃত্বময় বিস্তৃতি
বৈধতার প্রশ্নের সকল সমীচীন জবাব দিয়েই!
খুলনা গেজেট/এনএম