খুলনা, বাংলাদেশ | ২৯ কার্তিক, ১৪৩১ | ১৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনার বড় বাজারের পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
  আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আমলারা রাজনীতির মাঠে খেলছে, রাজনীতিবিদরা দেখছে : জি এম কাদের

গেজেট ডেস্ক

রাজনীতির মাঠে এখন আর রাজনীতিবিদরা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘রাজনীতির মাঠে খেলছেন আমলারা। রাজনীতিবিদরা লাইনে বসে খেলা দেখছেন।’আজ রোববার বনানীতে নিজের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে জি এম কাদের এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, ‘সংবিধান অনুযায়ী দেশের মালিক হচ্ছে জনগণ। তাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দেশ পরিচালনা করার কথা। কিন্তু কাজকর্মে এমপি সাহেবদের খবরই নেই, আর সচিব সাহেবরা সব কাজ করেন। মন্ত্রী মহোদয়রা শুধু জানতে চান।’

জনপ্রতিনিধিরাই জনগণের দুঃখ-কষ্ট সবচেয়ে ভালো বোঝেন উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘তারাই জনগণের বেশি উপকার করতে পারেন। আমলারা হচ্ছে রোবটের মতো। তারা একটি গণ্ডীর ভেতরে কাজ করতে অভ্যস্ত। আমলারা রাজনীতিবিদদের মতো সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বোঝেন না।’

নির্বাচিত জনপ্রতিনিধিদের মূল্য দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে বিরোধীদলের উপনেতা জাপা চেয়ারম্যান বলেন, ‘জনপ্রতিনিধিদের উপেক্ষা করে আমলাদের দিয়ে দেশ পরিচালনা কখনই মঙ্গলজনক হবে না।’

সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ সাধারণ মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে দেশ পরিচালনা করেছেন বলেও দাবি করেন জি এম কাদের। তিনি বলেন, তখন উপজেলা পরিষদ ও জেলা পরিষদ চেয়ারম্যানদের অধীনে আমলারা কাজ করেছেন। জনপ্রতিনিধিদের নির্দেশনায় কাজ করেছেন আমলারা। কিন্তু এখন উল্টে গেছে সবকিছু।

“উপজেলা চেয়ারম্যান হচ্ছেন ‘চেয়ারম্যান’, মানে চেয়ারে বসে থাকবেন। আর উপজেলা পরিষদ চালাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)”, যোগ করেন জি এম কাদের। তিনি আরো বলেন, ‘উপজেলা পরিষদ চেয়ারম্যানের কথা ইউএনও সাহেব শুনলে ভালো, না শুনলে কিছুই করার নেই।’

জাতীয় পার্টির খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!