শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছে।
সাবেক এ প্রধানমন্ত্রীকে রোববার ভোর সাড়ে ৫টার সময় সিসিইউতে নেয়া হয় বলে নিশ্চিত করেছেন এভারকেয়ারের একজন চিকিৎসক।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় তাকে অবজারভেশনের জন্য সিসিইউতে নেয়া হয়েছে। সিসিইউতে নেয়ার পর যে ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয় সেই পরীক্ষা চলমান রয়েছে।’
হঠাৎ কেন সিসিইউতে নেয়া হলো, এমন প্রশ্নের জবাবে ওই চিকিৎসক বলেন, ‘এ বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ভালো বলতে পারবেন।’
এ বিষয়ে বিএনপির প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেনকে একাধিকবার ফোন করলেও তারা রিসিভ করেননি।
গুলশানের বাসভবন ফিরোজা থেকে শনিবার বিকেলে খালেদা জিয়াকে এভারকেয়ারে নিয়ে যাওয়া হয়। বিএনপি থেকে বলা হয়, ফলোআপ চিকিৎসার জন্য তাকে আবার হাসপাতালে নেয়া হয়েছে।
খালেদা জিয়াকে ভর্তি করানো হয় এভারকেয়ারের ব্লক-বি এর ৭২০৫ ও ৭২০৪ নম্বর কেবিনে।
এর আগে ২৬ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ৭ নভেম্বর সন্ধ্যায় বাসায় ফেরেন খালেদা জিয়া।
খুলনা গেজেট/ এস আই