খুলনা, বাংলাদেশ | ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭০

আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

গেজেট ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইফুল (৩০) এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি একই ইউনিয়নের নগরপাড়ার হাসান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে সাইফুলসহ কয়েকজন রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান। এ সময় ভারতের ১৫৯, বিএসএফের ইটাঘাটা বিওপির টহলরত সদস্যরা গুলি চালালে সাইফুল ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ ভারতের অভ্যন্তরে রয়েছে বলে তার সঙ্গীরা জানান।

রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নিহত যুবকের পরিবার বিষয়টি আমাকে জানিয়েছে।’

এদিকে, বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান জানান, তারা বিষয়টি শুনেছেন, তবে নিশ্চিত নন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

গত ৩০ মার্চ লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী মুরলি চন্দ্র (৪৮) নামের এক বাংলাদেশি নিহত হন। এ সময় আহত হন আরও দুজন।

নিহত শ্রী মুরলি চন্দ্র (৪৮) উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- একই উপজেলার চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান (৩১) ও নুর ইসলামের ছেলে লিটন মিয়া (৩৮)।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!