খুলনা, বাংলাদেশ | ৪ আশ্বিন, ১৪৩১ | ১৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৭
  ঢাবির হলে পিটিয়ে যুবককে হত্যা: ছাত্রলীগ নেতাসহ আটক ৩, তদন্ত কমিটি গঠন
  বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে পূর্ণাঙ্গ রায়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

আবহাওয়া অফিসের ওয়েবসাইট হ্যাকারদের দখলে!

গেজেট ডেস্ক

হ্যাকারদের কবলে পড়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সরকারি ওয়েবসাইট। মঙ্গলবার (৯ জুলাই) সকালে গণমাধ্যমকে জানান সংস্থাটির উপ-পরিচালক শামীম হাসান ভূইয়া।

তিনি জানান, Bmd.gov.bd নামক সরকারি ওয়েবসাইটে আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করা হয়। কিন্তু সোমবার (৮ জুলাই) রাত থেকে সেটির দখলে নিয়েছে ODIYAN911 নামের নামে একটি হ্যাকার পেজ। রাতের কোনো এক সময়ে হ্যাকাররা ওয়েবসাইটটি হ্যাক করেছে।

তিনি জানান, এ ঘটনার পর আইটি টিম কাজ করছে।

এদিকে অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, আজ সকাল থেকে ওয়েবসাইটটি হ্যাক হয়েছে। যত দ্রুত সম্ভব এটি ঠিক করা হচ্ছে।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, HACKED BY ODIYAN911. -TE4M UCC INDIAN H4CKERS -, Behind Every Mask, There is a Face And Behind That, A Untold Story. PLAY MUSIC

ওয়েবসাইটের নিচ দিয়ে স্ক্রোল যাচ্ছে- ODIYAN & SOLVEIG & SHUBH & BINARY-USER & ZODIAC & H3ROIC- CHAD & ANON_SEC_101. সে সময় বাংলায় আবহাওয়া অধিদপ্তর লিখে গুগল সার্চ করলে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করা যায়। তবে সেখান থেকে ইংলিশ মুডে নিলে ওয়েবসাইট হ্যাকড দেখায়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!