চলমান এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়। সদ্য বাংলাদেশ টি-টোয়েন্টি দলের দায়িত্ব নেয়া সাকিব আল হাসানের জন্য এশিয়া কাপের প্রথম ম্যাচটি বেশ চ্যালেঞ্জিং। মাহমুদউল্লাহ রিয়াদের অধীনে টি-টোয়েন্টিতে বেশ নড়বড়ে বাংলাদেশ, সাকিবের অধীনে কতটা দিন বদলের গল্প লিখতে পারবে তার প্রমাণ মিলবে আজকের ম্যাচেই।
জয়ের লক্ষ্যেই আজ মাঠে নামবে টাইগাররা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান না আসলেও টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম এসে জানিয়েছেন দল নিয়ে চিন্তিত নন তিনি। ম্যাচের আগে আফগানিস্তান ঐচ্ছিক অনুশীলন করেছে। দুবাইয়ের আইসিসি একাডেমিতে ক্রিকেটারদের চাইতে যেন কোচিংস্টাফের সংখ্যাটা বেশি ছিল। তবে টিম হোটেলে ছিলেন বেশির ভাগ ক্রিকেটার। যতটা চাপ এড়ানো যায় আর কি।
এদিকে মাহমুদউল্লাহ-মুশফিকরা স্পিনারদের বিপরীতে হালকা ব্যাটিং সেরে নিয়েছেন। তবে টাইগারদের ভাবনা ওই একটা জায়গাতেই তা হলো আফগান স্পিন। শুধু আফগানিস্তানই নয় প্রতিপক্ষের সঙ্গে দুশ্চিন্তার কারণ শারজার উইকেট। গত বিশ্বকাপে দুই ম্যাচের উইকেট চিনতে ভুলে করেছিল টিম টাইগার। এবারও সেই চ্যালেঞ্জ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : এনামুল হক বিজয়, নাঈম শেখ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ : হজরাতুল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমাতুল্লাহ ওমারজাই, নাভিন উল হক, মুজিব উর রহমান ও ফজলহক ফারুকি।