আফগানিস্তানের বিপক্ষে দুই টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। রোববার (১৮ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানায়। ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামবে বাংলাদেশ।
সর্বশেষ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন জাকের আলি অনিক। তবে দলে ফিরেছেন আফিফ হোসেন ও এবাদত হোসেন।
এর আগে, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৯ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এ দলে রয়েছেন তারকা লেগ স্পিনার রশিদ খান এবং অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, পিঠের চোটের কারণে চলতি জুনের শুরুতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে খেলতে পারেননি রশিদ। তৃতীয় ওয়ানডেতে খেললেও পুরোপুরি ফিট ছিলেন না তিনি। ওই ম্যাচে ৪ ওভারে ২১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ২৪ বছর বয়সী ঘূর্ণি জাদুকর। এরপর বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে বিশ্রাম দেয়া হয়।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেইন, আফিফ হোসেন ধ্রুব।
খুলনা গেজেট/এসজেড