আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্বরেকর্ড গড়ে জিতেছে বাংলাদেশ। সময়ের সাথে সাদা পোশাকে নিজেদের সামর্থ্যের জানান দিচ্ছেন লিটন-শান্তরা। টেস্টের পর এবার আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
আজ শনিবার (১৭ জুন) এক বিবৃতির মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত দলে ফিরেছেন অফফর্মের কারণে বাদ পড়া দুই ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ।
এদিকে, এই দুইজনের অন্তর্ভুক্তিতে জায়গা হারিয়েছেন আয়ারল্যান্ড সিরিজে সুযোগ পাওয়া দুই ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি ও রনি তালুকদার। তবে স্বস্তির খবর, ওয়ানডে দলে ফিরেছেন সাকিব আল হাসান। আঙুলের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে রাখা হয়নি সাকিবকে।
এছাড়া চোটের জন্য আয়ারল্যান্ড সিরিজে খেলতে না পারা তাসকিন আহমেদ অনুমিতভাবেই ফিরে এসেছেন। তাকে জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে বাঁহাতি পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীকে। আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল।
বাংলাদেশের ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও নাঈম শেখ।
খুলনা গেজেট/এনএম