কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পর জো বাইডেনের হুমকি মতোই পদক্ষেপ নিল আমেরিকার সেনা। শুক্রবার ইসলামিক স্টেট-খোরাসানের বিরুদ্ধে ড্রোন স্ট্রাইক চালিয়েছে তাঁরা। সেই হানায় কাবুল বিস্ফোরণের মূল চক্রী নিহত হয়েছে বলে দাবি করেছে আমেরিকা।
আফগানিস্তানের মাটিতে এই ড্রোন হামলা নিয়ে আমেরিকার সেনার ক্যাপ্টেন বিল বলেছেন, ‘‘আফগানিস্তানের নানগরহর প্রদেশে এয়ারস্ট্রাইক চালানো হয়েছে। মানবহীন এই অভিযানে প্রাথমিক ইঙ্গিতে মনে হচ্ছে চক্রীর মৃত্যু হয়েছে। তবে সাধারণ মানুষের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।”
আফগান রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বৃহস্পতিবারের জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৫। হামলায় অন্তত ১৩ জন মার্কিন সেনাও নিহত হয়েছে।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে যে এখনো ‘সুনির্দিষ্ট, বিশ্বাসযোগ্য’ হুমকি রয়েছে।
খুলনা গেজেট/কেএম