ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতার। বিরাট কোহলির অনবদ্য সেঞ্চুরিতে তাতে সান্ত্বনার জয় পেল ভারত। চলমমান এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ১০১ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে ভারত। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে লোকেশ রাহুলকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেন বিরাট কোহলি।
শুরু থেকেই দুজনে আগ্রাসী ব্যাটিং করেন। এতে উদ্বোধনী জুটিতে ১১৯ রান তুলে ফেলেন তারা। ফরিদ আহমেদের বলে ৬ চার ও ২ ছক্কায় ৬২ রান করে করে লোকেশ ফিরলেও থেকে যান কোহলি। পরক্ষণেই ফরিদের শিকার হয়ে ফেরেন সূর্যকুমার যাদব।
পরে ঋষভ পন্তকে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে টেনে নেন কোহলি। ৫৩ বলে ১১ চার ও ৪ ছক্কায় প্রায় ৩ বছর পর সেঞ্চুরির দেখা পান তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের এটিই তার প্রথম সেঞ্চুরি। আর সব ফরম্যাট মিলিয়ে ৭১তম।