জয়ের ধারায় থাকতে পারলো না শ্রীলঙ্কা। আফগান তোপে স্বল্প পূঁজি নিয়ে শুরু করে শেষ রক্ষা হয়নি। অবশেষে ২৮বল হাতে রেখে বিশ্বকাপে ৭ উইকেটের বড় ব্যবধানে তৃতীয় জয় তুলে নিলো আফগানরা। আজমতের ৭২ রানের অনবদ্য ইনিংসে হার মানে লঙ্কানরা।
অবশ্য বিশ্বকাপ আসরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন পাথুম নিশাঙ্কান। আফগানিস্তানের বিপক্ষেও দলকে শক্ত ভিত গড়ে দেন এই ওপেনার। সেখানে দাঁড়িয়ে চেষ্টা করেছেন কুশল মেন্ডিস-সাদিরা সামারাবিক্রমারা। তবে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। তাই লঙ্কানদের সংগ্রহটাও আড়াইশো ছাড়ায়নি।
সোমবার (৩০ অক্টোবর) পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৬০ বলে ৪৬ রান করেছেন নিশাঙ্কা। আফগানদের হয়ে ৩৪ রানে ৪ উইকেট শিকার করেছেন ফজল হক ফারুকী।
খুলনা গেজেট/কেডি