খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে পরিবর্তন আনলো তালেবান

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) নতুন চেয়ারম্যান হয়েছেন আজিজুল্লাহ ফাজলি। তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর দেশটির ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তন এটি। ক্রিকেট প্রশাসনে প্রথম পরিবর্তন আনলো তালেবান।

ফাজলি আফগান ক্রিকেটে মোটেও নতুন কেউ নন। দেশটির ক্রিকেটের সঙ্গে প্রায় দুই দশক ধরে যুক্ত। এমনকি শুরুর দিকে ক্রিকেট খেলার প্রচলনে যেসব খেলোয়াড়রা সম্পৃক্ত, তিনি তাদের একজন। অতীতে এসিবির ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা ছিলেন। এছাড়া আঞ্চলিক ও ঘরোয়া ক্রিকেট বিস্তারেও কাজ করছেন।

সর্বশেষ ২০১৮ সালের সেপ্টেম্বরে প্রথমবার চেয়ারম্যানের পদে বসেছিলেন ফাজলি। কিন্তু ২০১৯ বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর সরে যেতে হয় তাকে। ফাজলির নতুন নিয়োগের ঘোষণা তখনই এলো, যখন তালেবান নেতৃত্ব এসিবির কর্মকর্তাদের সঙ্গে আজ রবিবার বৈঠকে বসেন।

নতুন দায়িত্বের পর তার প্রথম দায়িত্বটি হবে শ্রীলঙ্কায় আফগানিস্তান-পাকিস্তানের ওয়ানডে সিরিজটি ঠিকমতো মাঠে গড়ানো। কারণ আফগানিস্তানে নতুন রাজনৈতিক পরিবর্তনের পর থেকে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে। এই অবস্থায় শ্রীলঙ্কায় যেতে বিকল্প পথ অবলম্বন করতে হবে আফগান ক্রিকেটারদের। এসিবির পরিকল্পনা, ক্রিকেটাররা পাকিস্তানে সড়ক পথে যেয়ে সেখান থেকে শ্রীলঙ্কায় উড়ে যাবেন!

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!