২০১২ সাল থেকে প্রতি বছর আয়োজিত হওয়া আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা উইকিলাভে সারা বিশ্ব থেকে কয়েক লাখ আলোকচিত্রীর ছবি জমা পড়ে। এবার ৮ম আসরে ৩৪ দেশের এক লাখ ছয় হাজার ছবির মধ্য থেকে সপ্তম স্থান অর্জন করে মোংলার ছেলে মোঃ মেহেদী হাসান।
এর আগে উইকি লাভার আর্থ বাংলাদেশের মধ্যে থেকে বন ও পরিবেশের এর উপর ছবি জমা নেওয়া হয় যার মধ্যে মেহেদী সেরা ১০ এর দশ নম্বর ছিল।একইভাবে মোট ৩৪ টি দেশ থেকে সেরা দশ জন বিশ্ব আলোকচিত্র প্রতিযোগীতায় ছবি জমা নেয়া হয়, এর মধ্যে সেরা ১৫ জনের মধ্যে মেহেদী সপ্তম স্থান অর্জন করেন। এছাড়া সেরা পনেরো এর মধ্যে প্রথম, ৩য়, সপ্তম, ১৫ তম স্থানের মোট চারজন বাংলাদেশী।
প্রতিযোগিতায় প্রথম হওয়া ছবিটি তুলেছেন তৌহিদ পারভেজ বিপ্লব। নেওয়াজ শরিফের তোলা ছবিটি হয়েছে তৃতীয়। সপ্তম স্থান অধিকার করেছে মেহেদি হাসানের তোলা এই ছবি। ১৫ তম স্থান অধিকার করেছে দিপুর ছবি।
খুলনা গেজেট/এনএম