আলিয়ার ছাত্রনেতা আনিস খান খুনের ঘটনায় শনিবার(২৬ ফেব্রুয়ারি) কলকাতা সহ পশ্চিমবঙ্গ অগ্নিগর্ভ হয়ে উঠল। এদিন হাওড়ার গ্রামীণ পুলিস সুপারকে ডেপুটেশন দিতে গেলে ছাত্র-যুবদের মিছিলে পুলিস লাঠিচার্জ করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিস টিয়ার গ্যাস পাঠায়। এতে বেশ কিছু ছাত্র-যুব আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবুও আনিসের খুনীদের গ্রেপ্তারের দাবিতে বামপন্হী ছাত্র যুবরা পুলিস সুপারের অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখায়।
অন্যদিকে কলকাতায় রাজ্য বামফ্রন্টের ডাকে বিশাল মিছিল কলকাতার রাজপথ কাঁপালো। এদিন মিছিলের প্রধান শ্লোগান ছিল, আনিসের আসল খুনিদের গ্রেপ্তার না হলে পশ্চিমবঙ্গ অগ্নিগর্ভ হবে। বামফ্রন্টের ডাকে ধারাবাহিক আন্দোলন হবে বলে বাম নেতৃবৃন্দ তৃণমূল সরকারকে কার্যত হুশিয়ারী দিলেন।
এদিন মিছিল শুরু হয় কলকাতার হোচিমিন সরণী থেকে। মিছিল শেষ হয় ধর্মতলায়। মিছিলে পা মেলান বামফ্রন্ট বিমান বসু, সিপিআই রাজ্যসম্পাদক স্বপন ব্যানার্জি, সিপি আই (এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, আর এস পির মনোজ ভট্টাচার্য, ফরোয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায় ও হাফেজ আলম সাইরানি, আর সিপি আই-এর মিহির বায়েন, বলশেভিক দলের প্রবীর দাস, ফরোয়ার্ড ব্লকের জয়হিন্দ সিং প্রমুখ।
মিছিল শেষে বাম নেতৃবৃন্দ বলেন, আনিসের কবর থেকে লাশ গুম করার চেষ্টা চলছে। খুনিদের আড়াল করছে পুলিস। প্রতিবাদী মিছিলে পুলিশ হামলা চালাচ্ছে। তবু বলব এই করতে থাকলে লড়াই মিছিলে অগ্নিগর্ভ হবে কলকাতা সহ পশ্চিমবঙ্গ। অবিরাম ধারায় গণ আন্দোলন হবে।
খুলনা গেজেট/ এস আই