নগরীর শিরোমনি এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত আনসার শেখের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে জানাযা শেষে তার লাশের দাফন করা হবে। এদিকে হত্যাকাণ্ডের ২৪ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর ২ টার দিকে শেখ আনসার আলীর ময়নাতদন্ত শেষ হয়। এরপর তার ছেলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে লাশটি বুঝে নিয়ে বাড়ি বারাকপুরের উদ্দেশ্যে রওনা হয়।
খানজাহান আলী থানার ওসি এস এম কামাল হোসেন জানান, নিহত আনসার শেখ দিঘলিয়া উপজেলার বারাকপুর সাবেক ইউপি চেয়ারম্যান জাকির গাজী হত্যা মামলার এজারভুক্ত আসামি। ওই হত্যার ঘটনার সাথে এই হত্যার সম্পৃক্ততা আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। এছাড়া নিহত আনসার শেখের বিরুদ্ধে দিঘলিয়া ও খানজাহান আলী থানায় একাধিক মামলা রয়েছে। সবকিছু পর্যালোচনা করে তারা তদন্ত করছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় এখনও কোন মামলা হয়নি। লাশ দাফনের পর থানায় মামলা হবে। তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানান ওসি
খুলনা গেজেট/ এসজেড