বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । রবিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার কলতলা ইউনিয়নের চিংগুড়ী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। এ সময় চিতলমারী-পাটগাতী আঞ্চলিক মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চিংগুড়ী এলাকার মঞ্জুরুল শেখ ও পান্না বিশ্বাসের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে রবিবার সকাল ১১ টায় মঞ্জুরুল শেখ ও পান্না বিশ্বাসের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুইপক্ষের ছোড়া ইট বৃষ্টিতে চিতলমারী-পাটগাতী আঞ্চলিক মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে পুলিশ ও এলাকাবাসি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। দুইপক্ষ বৃষ্টির মত ইট পাটকেল ছোড়াছুড়ি করেছে। এলাকা এখন শান্ত আছে। কোন পক্ষ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
খুলনা গেজেট/ টিএ