খুলনা, বাংলাদেশ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত-পাকিস্তান সংঘাত চায় না বাংলাদেশ, আলোচনার মাধ্যমে সমাধানের আহবান
  বাংলাদেশি আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত : পররাষ্ট্র উপদেষ্টা
  কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবে গাড়িচাপায় নিহত ৯
  কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি

আধঘণ্টা না যেতেই আবারও বৃষ্টিতে খেলা বন্ধ

ক্রীড়া প্রতিবেদক

সাড়ে তিন ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল খেলা, কিন্তু আধঘণ্টার বেশি এগোয়নি। মাত্র ৬ ওভার ২ বল খেলা হওয়ার পর বন্ধ হয়ে যায় খেলা। মেঘলা আবহাওয়ার সুবিধা তুলতে পারেনি বাংলাদেশি পেসাররা। কোনো উইকেট হারায়নি পাকিস্তান। হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন আজহার আলী। প্রথম দিনের পর স্কোরবোর্ডে আরও ২৭ রান করে পাকিস্তান।

পাকিস্তান: ১৮৮/২ (বাবর ৭১*, আজহার ৫২*)

জুটি: ১১৮ রান

দিনের প্রথম বলেই ফাইন লেগে চার মেরে দারুণ শুরু করেন বাবর আজম। পরের ওভারেই বাউন্ডারি হাঁকান আজহার আলী। আগের দিন ৩৬ রানে অপরাজিত ছিলেন, এবাদতকে টানা দুটি চার মেরে দেখা পান টেস্ট ক্যারিয়ারের ৩৪তম হাফসেঞ্চুরির। ১২৬ বলে তিনি ফিফটি করেন। দুজনে ইতিমধ্যে শতরানের জুটি পার করে ফেলেছেন।

এদিকে পরপর দুই ওপেনারকে হারিয়ে খানিকটা চাপে পড়ে পাকিস্তান। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে সেই চাপ অনেকটাই দূরে ঠেলে দেন তিনে আসা আজহার আলী ও অধিনায়ক বাবর আজম। প্রথম বলেই চার মেরে শুরু করেন বাবর। এই জুটিতে প্রথম দিনেই ৯১ বড় প্রতিরোধ গড়ে সফরকারীরা। দ্বিতীয় দিনের শুরুতেই শতরানের জুটি পূর্ণ করেন দুজন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!