আগামী ৭ জানুয়ারী নির্বাচন বর্জন এবং ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি সফল করতে খুলনার আদালত পাড়ায় লিফলেট বিতরণ ও আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট খুলনার নেতারা।
সোমবার (০১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত লিফলেট বিতরণ ও বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লিফলেট বিতরণ ও আলোচনা সভায় বিজ্ঞআইনজীবী নেতারা বলেন, দেশের ৯৫ শতাংশ মানুষ বিগত ২টি প্রহসনমূলক জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে নাই। ৩য় বারের মত একটি ডামী, একদলীয়, তামাশা, ভাগ বাটোয়ারা ও প্রহসনের নির্বাচনের আয়োজন চলছে।
তারা রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্তগণ মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকার আহবান জানান।
সিনিয়র এড. গাজী আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসীন, এড. লতিফুর রহমান লাবু, এড. বেগম আক্তার জাহান রুক, এড. মনিরুল ইসলাম পান্না, এড. আসাফুর রহমান, এড. শেখ মাসুদ হোসেন রনি, এড. নুরুল হাসান রুবা, এড. সত্য গোপাল ঘোষ, এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার. মাহফুজুর রহমান মফিজ, এড. কানিজ ফাতেমা আমিন, এড. তছলিমা খাতুন ছন্দা, এড. কামরুন নাহার হেনা, এড. কাজী খালিদ হাসান জনি, এড. এ টি এম মনিরুজ্জামান মুরাদ, এড. মঞ্জুর কাদের মিঠু, এড. জয়দেব সরদার, এড. শফিউল আলম তুতি, এড. চৌধুরী আব্দুস সবুর, এড. মুজাহিদুল ইসলাম শামীম, এড. আছাদুল আলম, এড. আবু হুরাইরা সোহেল, এড. সাইফুল আলম সুজন, এড. বজলার রহমান রাজা, এড. মশিউর রহমান নান্নু, এড. নুরুন্নাহার নাজমুন নেছা জেবা, এড. ফারজানা এলিজা, এড. সাইফুর রহমান সুমন, এড. জাহিদুজ্জামান প্রমূখ।
মহানগর বিএনপির আইন সহায়তা কমিটি গঠন
সরকারের নিপিড়নের শিকার দলীয় নেতাকর্মীদের আইনী সহায়তা প্রদানের জন্য এড, চৌধুরী তৌহিদুর রহমান তুষারকে আহবায়ক ও এড. মোহাম্মদ আলী বাবুকে সদস্য সচিব করে খুলনা মহানগর বিএনপি ১৫ সদস্যের আইন সহায়তা কমিটি ঘোষনা করেছে।
সোমবার (০১ জানুয়ারি) মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন এ কমিটি অনুমোদন করেছেন।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক এ্যাড. ফরহাদ আব্বাস, যুগ্ম আহবায়ক এ্যাড, কামরুজ্জামান টুকু, সদস্য এ্যাড. মোল্লা মশিউর রহমান নান্নু, এ্যাড. আছাদুল আলম, এ্যাড. শফিউল আলম তুতি, এ্যাড, খালিদ হাসান জনি, এ্যাড, আবু হুরায়রা সোহেল, এ্যাড. মুজাহিদুল ইসলাম শামীম, এ্যাড, কামরুন নাহার হেনা, এ্যাড. হুমায়ুন কবির উজ্জ্বল, এ্যাড, বজলুর রহমান রাজা, এ্যাড. সাইফুর রহমান সুমন, এ্যাড, আশিকুজ্জামান আশিক। এছাড়া উপদেষ্টা হিসেবে এ্যাড, গাজী আব্দুল বারী, এ্যাড, শেখ মাসুদ হোসেন রনি, এ্যাড, মোমরেজুল ইসলাম, এ্যাড. নুরুল হাসান রুবা, এ্যাড, কানিজ ফাতেমা আমিনকে রাখা হয়েছে।
– খবর বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/ এএজে