খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

আত্মহত্যার প্ররোচনায় স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে যশোরে মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের গৃহবধু সুমাইয়া আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী, শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

নিহতের মা সদুল্লাপুর গ্রামের মৃত ইউসুফ আলী খানের স্ত্রী আরজিন খাতুন বাদী হয়ে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন, বাঁশবাড়িয়া গ্রামের শাহ আলমের স্ত্রী কোহিনুর বেগম, দুই ছেলে নুরুজ্জামান ও তুহিন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৮ মার্চ আসামি নুরুজ্জামান পরিবারিকভাবে সুমাইয়াকে বিয়ে করেন। নুরুজ্জামান স্ত্রীকে নিয়ে সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের ওয়াহেদের বাড়িতে ভাড়া থাকতেন। বিয়ের কিছুদিন যেতে না যেতে আসামি নুরুজ্জামান যৌতুকের দাবিতে সুমাইয়ার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। একপর্যায়ে সুমাইয়া তার পিতার বাড়ি থেকে ১০ লাখ ৬৮ হাজার টাকা এনে ৩ দশমিক ৯০ শতক জমি কিনে স্বামীর নামে লিখে দেন। এরপর কিছুদিন সুমাইয়ার সংসার সুখের হলেও স্বামীর পরকীয়ায় আবারও অশান্তি শুরু হয়। নানা অজুহাতে নুরুজ্জামান স্ত্রীকে মারপিট ও আত্মহত্যা করতে বলতেন। গত ১২ মে সুমাইয়াকে আসামিরা মারপিট করেন। সংবাদ পেয়ে তার মা ও বোন ভাড়া বাসায় যান। আসামিদের উপস্থিতিতে কথাবার্তা বলে সুমাইয়ার বোন জিনিয়াকে বাসায় রেখে আসেন তার মা। ১৭ মে আসামিরা সুমাইয়াকে তার বোনের সামনে মারপিট করে ও আত্মহত্যা করতে বলেন। এরপর গভীররাতে সুমাইয়া ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় তার মা রোববার আদালতে এ মামলা করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!