খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

আত্ম মানবতার সেবায় কাজ করছে ‘খানাবাড়ী যুব সংঘ ব্লাড ব্যাংক’

একরামুল হোসেন লিপু

“হাসবে মানুষ, এগিয়ে যাবে দেশ, মানবতার বাংলাদেশ ‘এই স্লোগানকে সামনে রেখে আড়ংঘাটা থানাধীন “খানা বাড়ী যুব সংঘ ব্লাড ব্যাংক” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এলাকায় বিভিন্ন মানবিক, সামাজিক ও আত্ম মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি গর্ভবতী নারী, মুমুর্ষ রোগীকে রক্তদান, ব্লাড গ্রুপ নির্ণয়, মেডিকেল চিকিৎসা সেবা, ব্লাড প্রেসার নির্ণয়সহ বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে। সংগঠনের সদস্যরা সম্পূর্ণ বিনা খরচে এ সকল মানবিক কাজগুলো করে থাকেন। যার কারণে অল্প সময়ের মধ্যে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি তাদের সেবা ও কর্মে এ অঞ্চলে ব্যাপক পরিচিতি লাভ করেছে। আস্থা অর্জন করেছে এলাকার মানুষের। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনের সদস্যরা এ জাতীয় মানবিক কাজগুলো করে আসছে। বছরব্যাপী তাদের এ কার্যক্রম অব্যাহত থাকে। পাশাপাশি জাতীয় দিবসগুলোতে ও তারা বিভিন্ন ধরনের মানবিক কাজের আয়োজন করে থাকে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংগঠনটি ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষা ও মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছাসেবী মিলন মেলার আয়োজন করে। বুধবার (২১ ফেব্রুয়ার) আড়ংঘাটা থানাধীন তেলিগাতী পাকার মাথায় খানাবাড়ী যুব সংঘ ক্লাব ও লাইব্রেরীর সার্বিক সহযোগিতায় এবং খানাবাড়ী যুব সংঘ ব্লাড ব্যাংক ও ফুলবাড়ীগেট ব্লাড ডোনার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় ফ্রি ব্লাড ক্যাম্পেইন মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছাসেবী মিলন মেলার।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ব্লাড ব্যাংক, অক্সিজেন ব্যাংক ও খুলনা ফুড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি সালেহ উদ্দিন সবুজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেম যোগীপোল ইউপি সদস্য জিএম এনামুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত ইউপি সদস্য মাহফুজা খাতুন, খানাবাড়ী যুব সংঘ ক্লাবের সভাপতি আবু হেনা বাবলু, খুলনা আলোর দিশারী ব্লাড ব্যাংকের উপদেষ্ঠা উজ্বল দাস।

খানবাড়ী যুব সংঘ ক্লাব ও লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ তৈয়বুর রহমান লিটনের সভাপতিত্বে এবং খানাবাড়ী যুব সংঘ ব্লাড ব্যাংকের সভাপতি শাহীন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফাল্গুনী মন্ডল, যুগ্ন সম্পাদক মাসুদ রানা, ফুলবাড়ীগেট ব্লাড ডোনার ক্লাবের সভাপতি লাবিব হাসান তাকিব, তথ্য বিষয়ক সম্পাদক তানজিম ইসলাম রাকিব, সদস্য সাব্বির হোসাইন, সাজু শেখ, নাঈম, সুরুজ, সাব্বির প্রমুখ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!