এক সময়ের জনপ্রিয় কণ্ঠ শিল্পী পথিক নবী এখন গানে নিয়মিত নন। তবে বাংলা গানের শ্রোতাদের কাছে রয়েছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা। এই শিল্পী বাংলাভিশনের নিয়মিত কমেডি অনুষ্ঠান ‘টক ঝাল মিষ্টি’তে অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন। এখানে পথিক নবীকে নিয়ে নানা ধরনের মজার সেগমেন্ট তৈরি করা হয়েছে।
বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডা শেষে বিল না দেওয়ার বুদ্ধি করে কী বলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পথিক নবী? তিনি কী ফ্রিতে চা খান বেশি নাকি ফ্রিতে গান করেন বেশি? খাঁটি গরু দুধের চা, নাকি গরুর খঁটি দুধের চা— কোনটি তার পছন্দের? জীবনে চা-পানি খাওয়ার জন্য কাকে কত দিয়েছেন? কেন তিনি জীবনকে এক কাপ চায়ের সঙ্গে তুলনা করেছেন?
এসব বিষয় জানা যাবে বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝালে’র ‘চা-গরম’ পর্বে।
এক সময়ের জনপ্রিয় কণ্ঠ শিল্পী পথিক নবী এখন গানে নিয়মিত নন। তবে বাংলা গানের শ্রোতাদের কাছে রয়েছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা। এই শিল্পী বাংলাভিশনের নিয়মিত কমেডি অনুষ্ঠান ‘টক ঝাল মিষ্টি’তে অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন। এখানে পথিক নবীকে নিয়ে নানা ধরনের মজার সেগমেন্ট তৈরি করা হয়েছে।
বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডা শেষে বিল না দেওয়ার বুদ্ধি করে কী বলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পথিক নবী? তিনি কী ফ্রিতে চা খান বেশি নাকি ফ্রিতে গান করেন বেশি? খাঁটি গরু দুধের চা, নাকি গরুর খঁটি দুধের চা— কোনটি তার পছন্দের? জীবনে চা-পানি খাওয়ার জন্য কাকে কত দিয়েছেন? কেন তিনি জীবনকে এক কাপ চায়ের সঙ্গে তুলনা করেছেন?
এসব বিষয় জানা যাবে বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝালে’র ‘চা-গরম’ পর্বে। এ ছাড়াও ‘মি. মিষ্টি’ সেগমেন্টে পারফর্ম্যান্স করেছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান আবিদুল ইসলাম রিমন। আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুইয়ের প্রযোজনায় পর্বটি প্রচার হবে বাংলাভিশনে ৭ ডিসেম্বর রাত ১১টা ২৫ মিনিটে।
খুলনা গেজেট/ টি আই