কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর আটক নিয়ে এখন ভারতীয় রাজনীতিতে তোলপাড়। সোমবার সকালে তাঁকে আটক করেছে উত্তর প্রদেশ পুলিশ।
রাজ্যের লখিমপুর খিরিতে চার কৃষকসহ আটজনকে ‘হত্যা’র প্রতিবাদে এবং নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে যাচ্ছিলেন প্রিয়াঙ্কাসহ দলের অন্য নেতারা। এ সময় এই নেত্রীকে আটক করেছে রাজ্য পুলিশ।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত সীতাপুরের একটি গেস্ট হাউজে প্রিয়াঙ্কা গান্ধীকে আটকে রাখা হয়েছে।
প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রাদেশিক অস্ত্র কনস্টেবুলারির গেস্ট হাউজে রুম পরিষ্কার করছেন প্রিয়াঙ্কা গান্ধী। সেই রুমেই তিনি এখন আটক আছেন। তাঁর দলের এক সদস্য বলেন, ‘যে ঘরে তাঁকে (প্রিয়াঙ্কা গান্ধী) রাখা হয়েছে তা নোংরা ছিল, তিনি নিজেই রুমটি পরিষ্কার করেছেন।’
কংগ্রেসের নেতাকর্মীরা গেস্ট হাউজের বাইরে অবস্থান নিয়েছেন। তারা সেখানে তাদের নেত্রীর আটকের প্রতিবাদে বিক্ষোভ করছেন।
খুলনা গেজেট/ এস আই