দেশের সর্বোচ্চ তাপমাত্রা বয়ে যাচ্ছে খুলনা অঞ্চল দিয়ে। আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে। সোমবার (২৬ এপ্রিল) যশোরে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অবশ্য রোববারের তুলনায় তাপমাত্রা কমেছে। রোববার যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। গত কয়েকদিন ধরে বয়ে যাওয়া প্রখর দাবদাহে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। তবে স্বস্তির কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতিতে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া বার্তায় বলা হয়েছে- বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. আমিরুল আজাদ জানান, গত কয়েকদিন ধরে খুলনা যশোর অঞ্চল দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে। সোমবার তাপমাত্রা কিছুটা কমেছে। এদিন খুলনায় তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা আরও দু’একদিন উঠানামা করবে। তবে সপ্তাহের শেষ দিকে বৃহস্পতিবার-শুক্রবার নাগাদ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
খুলনা গেজেট/ এস আই