দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় দেশজুড়ে বৃষ্টি বেড়েছে। বৃষ্টি আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার পাশাপাশি ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকায় দেশের তিন সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া ভারি বর্ষণের আশঙ্কায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে পাহাড়ধসের সতর্কতাও জারি করা হয়েছে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার প্রভাবে গতকাল বুধবার দেশে বৃষ্টিপাতের এলাকা ও পরিমাণ অনেকটাই বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বৃহস্পতিবার সারা দেশে বৃষ্টি আরো বাড়তে পারে। দেশজুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে কোথাও কোথাও।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘মৌসুমি বায়ু শক্তিশালী হয়েছে। মোটামুটি সক্রিয় অবস্থা থেকে এখন তা পুরোপুরি সক্রিয় হয়েছে। এর প্রভাবে আজ থেকে সারা দেশেই বৃষ্টিপাত বাড়বে।
বন্দরে ৩ নম্বর সংকেত
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য অঞ্চলে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় কক্সবাজার এবং চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
খুলনা গেজেট/এইচ