খুলনা, বাংলাদেশ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২০ মে, ২০২৪

Breaking News

  ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ : কাদের
  ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণ বিধ্বস্ত : রয়টার্স; জীবিত কারও সন্ধান মেলেনি : রেড ক্রিসেন্ট

আজও বৃষ্টি হতে পারে, তাপমাত্রা আরও কমবে

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে গতকাল রোববার দেশের তাপমাত্রা বেশ খানিকটা কমে যায়। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ঘণ্টার ব্যবধানে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যায়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে কোথাও কোথাও বইতে পারে কালবৈশাখী। আর তাতে তাপমাত্রা আরও খানিকটা কমে যেতে পারে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। তবে ১৩ বা ১৪ এপ্রিলের আগে গরম খুব বেশি না হওয়ার সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক বলেন, গতকাল দেশের উত্তরাংশ বাদ দিয়ে প্রায় সর্বত্রই বৃষ্টি হয়েছে। আজ দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রা আরও খানিকটা কমে যেতে পারে।

চলতি মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি তাপমাত্রা বয়ে যেতে শুরু করে। তাপপ্রবাহে দেশের বিভিন্ন স্থানে জীবনযাত্রা অসহনীয় হয়ে ওঠে। এর সঙ্গে ছিল লোডশেডিং। প্রচণ্ড গরম আর এর সঙ্গে লোডশেডিংয়ে জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে।

আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিয়েছে, সে অনুযায়ী এ মাসে আরও কয়েকটি তাপপ্রবাহ হতে পারে। এ ছাড়া এ মাসে তীব্র কালবৈশাখীর আশঙ্কা আছে।

 

 

খুলনা গেজেট/ এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!